GST Reforms: নয়া জিএসটি নীতি আসতেই লাফিয়ে বাড়ল বাজার, কেন্দ্রের কর সংস্কারে আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা!
GST Reforms: নয়া জিএসটিতে কর কমেছে একাধিক নিত্য-প্রয়োজনীয় জিনিসের। তাতে খুশি মধ্যবিত্তরা। আর খুশি বাজারও। কারণ, বাজার খুলতেই আজ লাফিয়ে বেড়ে যায় ভারতের দুই বেঞ্চমার্ক সূচক।

জিএসটিতে বিরাট সংস্কার করেছে কেন্দ্র। ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠকে নতুন জিএসটি স্ল্যাব ও নতুন জিএসটি রেট ঠিক করা হয়। নয়া জিএসটিতে কর কমেছে একাধিক নিত্য-প্রয়োজনীয় জিনিসের। তাতে খুশি মধ্যবিত্তরা। আর খুশি বাজারও। কারণ, বাজার খুলতেই আজ লাফিয়ে বেড়ে যায় ভারতের দুই বেঞ্চমার্ক সূচক।
সকালে বাজার খোলার পরই ২০০ পয়েন্টের বেশি লাফ মারে নিফটি ৫০। ২০,৯৩০ পয়েন্ট ছুঁয়ে ফেলে এই বেঞ্চমার্ক সূচক। অন্যদিকে আর এক বেঞ্চমার্ক সূচক ৭০০ পয়েন্টের বেশি লাফ মেরে পেরিয়ে যায় ৮১,২৮০ পয়েন্ট। বিশেষজ্ঞরা বলছেন, এই জিএসটি সংস্কার ভারতের মূলধন বাজারে ও একাধিক শিল্পে গভীর প্রভাব ফেলবে। নতুন সরলীকৃত জিএসটি নীতি সাধারণের ঘাড়ে করের বোঝা কমাবে। ফলে ক্রয় ক্ষমতা বাড়বে সাধারণ মানুষের।
আগেই রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফলে কমেছিল সুদের হার। আর এবার কমল জিএসটি। ফলে, অনেকটা স্বস্তিতে সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, জিএসটির এই নতুন স্ল্যাবের কারণে আরও একদিন থেকে সুবিধা পাবে ভারতের অর্থনীতি। ভারত থেকে আমদানিতে ৫০ শতাংশ কর বসিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে কমতে পারে রফতানি। আর সেই ঘাটতি পূরণ করে দিতে পারে দেশের আভ্যন্তরীন চাহিদা। আর জিএসটি কমায় দাম কমবে জিনিসের, ফলে বাড়বে মানুষের ক্রয়ক্ষমতা। আর মানুষের ক্রয়ক্ষমতা বাড়লে বাড়বে দেশের আভ্যন্তরীণ চাহিদাও।
