Howrah Bridge: রোজ রাত ১২টায় কি বন্ধ থাকে হাওড়া ব্রিজ? জেনে নিন সত্যিটা!
Howrah Bridge: হাওড়া ব্রিজ নাকি দুপুর ১২টা ও রাত ১২টায় কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়ে থাকে। কিন্তু এই কথা কি আদৌ সত্য?

প্রায় ৮২ বছর আগে ৩ কোটি ৩৩ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল হাওড়া ব্রিজ। পৃথিবীর ষষ্ঠ দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ এই হাওড়া ব্রিজ। এই ব্রিজের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল দিনের বেলায় সূর্যের আলোর তেজে এই ব্রিজ সব মিলিয়ে প্রায় ৪.৮ ইঞ্চি বেড়ে যায়। এ ছাড়াও প্রচণ্ড হাওয়ার দাপটে এই ব্রিজ কিছুটে বেঁকেও নাকি যায়, বলছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইট।
হাওড়া ব্রিজ সম্পর্কে আরও একটা কথা বলা হয়ে থাকে। এই ব্রিজ নাকি দুপুর ১২টা ও রাত ১২টায় কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়ে থাকে। এই সময় নাকি এই ব্রিজ ভেঙে পড়তে পারে। কিন্তু এই কথা কি আদৌ সত্য?
তথ্য বলছে এই কথা একেবারেই সত্য নয়। হাওড়া ব্রিজ শনিবার রাত ১১টা ৩০ মিনিট থেকে রবিবার ভোর ৪টে ৩০ পর্যন্ত বন্ধ থাকে। এই সময় ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করেন ইঞ্জিনিয়াররা। কিন্তু এর বাইরে হাওড়া ব্রিজের বন্ধ হওয়ার কোনও বাস্তব খবর নেই।
প্রতি ৬/৭ বছর ছাড়া হাওড়া ব্রিজের রঙ করা হয়। এ ছাড়াও ব্রিজের উপর পাখির মল-মূত্র পরিষ্কারও করা হয়। এর বাইরে ব্রিজের একাধিক রক্ষণাবেক্ষণের কাজ করে কলকাতা পোর্ট ট্রাস্ট।
