Train Rules: নতুন নিয়ম, ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনে উঠলে মোটা টাকা জরিমানা
Indian Railways: রেলের তরফে সাফ জানানো হয়েছে, ওয়েটিং লিস্টে নাম থাকলে বা টিকিট কনফার্ম না হলে, ট্রেনে ওঠা যাবে না। যদি কোনও ব্যক্তি ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে ট্রেনে ওঠেন, তাহলে কত জরিমানা হবে জানেন?

নয়া দিল্লি: আগে ওয়েটিং লিস্টে নাম থাকলেও, ট্রেনে চড়া যেত। তবে সম্প্রতিই রেলের নিয়মে বিরাট বদল এসেছে। বদলে গিয়েছে টিকিট কাটা থেকে চার্জ তৈরির নিয়ম। রেলের তরফে সাফ জানানো হয়েছে, ওয়েটিং লিস্টে নাম থাকলে বা টিকিট কনফার্ম না হলে, ট্রেনে ওঠা যাবে না। যদি কোনও ব্যক্তি ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে ট্রেনে ওঠেন, তাহলে কত জরিমানা হবে জানেন?
গত মে মাসে ভারতীয় রেলওয়ের আনা নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে ওয়েটিং লিস্টের যাত্রীরা কোনওভাবে স্লিপার বা এসি কোসে উঠতে পারবেন না। যদি কোনও ব্যক্তির টিকিট কনফার্ম না হয় এবং একান্তই সফর করতে হয়, তাহলে তাকে জেনারেল ক্লাসে ভ্রমণ করতে হবে।
যদি কোনও যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে এসি বা স্লিপার ক্লাসে ভ্রমণ করেন, তাহলে তাকে জরিমানা দিতে হবে। স্লিপার ক্লাসের ক্ষেত্রে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যদি কোনও যাত্রী এসি কোচে ধরা পড়েন ওয়েটিং টিকিট নিয়ে, তাহলে ৪৪০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি যেখান থেকে যাত্রী ট্রেনে উঠেছেন, সেখান থেকে যতদূর পর্যন্ত ভ্রমণ করেছেন, সেই টিকিটের ভাড়াও নিতে পারেন টিটিই। পরের স্টেশনেই যাত্রীকে নামিয়ে দেওয়া হতে পারে।

