AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ethanol Blending: ইথানল ব্লেন্ডিং ভাল না সস্তা! নাকি বাড়বে খরচের বোঝা?

Ethanol Blending, E27: খুব তাড়াতাড়িই আমাদের দেশে বিক্রি হওয়া পেট্রোলে ২৭ শতাংশ ইথানল মেশানো হতে পারে, মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্র বলছে এতে একাধিক লাভ হবে দেশের মানুষের।

Ethanol Blending: ইথানল ব্লেন্ডিং ভাল না সস্তা! নাকি বাড়বে খরচের বোঝা?
প্রতীকী চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Sep 02, 2025 | 4:15 PM
Share

গাড়ি চালাতে পরিবেশবান্ধব জ্বালানির খোঁজ অনেক দিন ধরেই করে আসছে গোটা বিশ্ব। আর এবার সেই লক্ষ্যেই বড় পদক্ষেপ করেছে ভারত সরকার। খুব তাড়াতাড়িই আমাদের দেশে বিক্রি হওয়া পেট্রোলে ২৭ শতাংশ ইথানল মেশানো হতে পারে, মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্র বলছে এতে একাধিক লাভ হবে দেশের মানুষের। প্রথমত, ইথানল মেশানো হলে লাভবান হবে কৃষকরা। এ ছাড়াও বিদেশ থেকে কমবে তেল আমদানি। ফলে কমবে দেশের খরচ। যার প্রভাব পড়বে অর্থনীতিতে।

পরিসংখ্যান বলছে, ই২০ পেট্রোল ব্যবহার করলে গাড়ির মাইলেজ কমে যেতে পারে ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত। আবার বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থা বলছে মাইলেক কমতে পারে ৭ থেকে ১০ শতাংশ। অর্থাৎ খরচ বাড়তে পারে গাড়ির মালিকদের। এ ছাড়াও পুরনো মডেলের গাড়ি, ই২০ পেট্রোলের ক্ষেত্রে যে গাড়ি ই২০ কম্প্যাটিবল নয়, তাদের একাধিক যন্ত্রাংশ খারাপ হয়ে যেতে পারে। এর মধ্যে রয়েছে ইঞ্জিন, ফুয়েল সিস্টেম, ফুয়েল ইনজেক্টর, থ্রটল বডি।

যদিও ইথানল তৈরি করতে প্রয়োজন হয় বিপুল পরিমাণে আখ ও ভুট্টার। আর এই দুই শস্য তৈরি করতেই জল লাগে অনেক। ফলে, এই দুই শস্যের উৎপাদন বাড়লে, দেশে বাড়তে পারে জলের সঙ্কট। যদিও সুবিধাও রয়েছে পেট্রোলে ইথানল মেশানোর। প্রথমত, শস্যের চাহিদা বাড়লে লাভবান হবেন কৃষকরা। কমবে দেশের তেল আমদানির খরচ কমবে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

বিশেষজ্ঞরা বলছেন, ইথানল মিশ্রিত পেট্রোল ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহণে ব্যবহার করা যেতে পারত। এতে খরচ, পরিবেশ ও প্রযুক্তির মতো দিকে ভারসাম্য রক্ষা করা সম্ভবও। ফলে, ইথানল ব্লেন্ডিং আগামীতে ভারতের সমস্যার দারুণ সমাধান করতে পারে। কিন্তু তার আগে এটাও খেয়াল রাখতে হবে পুরনো গাড়ি ওই মিশ্রিত পেট্রোলে চললে গোলমাল হতে পারে। ফলে, এই জ্বালানিকে ‘সবুজ’ জ্বালানি বলার আগে আমাদের আরও বৈজ্ঞানিক পর্যালোচনা ও অন্য ধরনের জ্বালানির নিয়েও পর্যালোচনা করতে হবে।