AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashwini Vaishnaw: চিন-সহ অন্য দেশের উপর নির্ভরতার দিন শেষ, ভারতে তৈরি চিপ এবার কাঁপাবে বাজার

IT Minister Ashwini Vaishnaw: এদিন নয়াদিল্লির যশোভূমি কনফারেন্স সেন্টারে SEMICON ইন্ডিয়া ২০২৫ সম্মেলনের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। চার তারিখ পর্যন্ত এই সম্মেলন চলবে। সেমিকন্ডাক্টর শিল্পে ভারত ক্রমশ এগিয়ে চলছে। আন্তর্জাতিক হাব হয়ে উঠছে। এই পরিস্থিতিতে এই সম্মেলনের আয়োজন করেছে ভারত।

Ashwini Vaishnaw: চিন-সহ অন্য দেশের উপর নির্ভরতার দিন শেষ, ভারতে তৈরি চিপ এবার কাঁপাবে বাজার
এবার বিশ্ব কাঁপাবে ভারতে তৈরি চিপImage Credit: ANI
| Updated on: Sep 03, 2025 | 6:13 AM
Share

নয়াদিল্লি: সেমিকন্ডাক্টর শিল্পে এবার বড় লাফ ভারতের। মঙ্গলবার SEMICON ইন্ডিয়া ২০২৫ সম্মেলনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ৩২-বিট মাইক্রোপ্রসেসর বিক্রমের উদ্বোধন হল। কেন্দ্রীয় ইলেকট্রনিক ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ৩২ বিট মাইক্রোপ্রসেসরটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন। ইসরোর সেমিকন্ডাক্টর ল্যাবে এই চিপ তৈরি করা হয়েছে। বিক্রম প্রসেসর মহাকাশ উৎক্ষেপণ যানের প্রতিকূল পরিবেশগত পরিস্থিতি সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। এখন ভারত এবং বিশ্বের অনেক দেশের চিপের জন্য চিনের উপর নির্ভরশীলতা কমবে।

এদিন নয়াদিল্লির যশোভূমি কনফারেন্স সেন্টারে SEMICON ইন্ডিয়া ২০২৫ সম্মেলনের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। চার তারিখ পর্যন্ত এই সম্মেলন চলবে। সেমিকন্ডাক্টর শিল্পে ভারত ক্রমশ এগিয়ে চলছে। আন্তর্জাতিক হাব হয়ে উঠছে। এই পরিস্থিতিতে এই সম্মেলনের আয়োজন করেছে ভারত। গতকাল সিনক্লেয়ারের প্রেসিডেন্ট তথা সিইও ক্রিস রিপলেও সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের আধিপত্যর কথা স্বীকার করেছেন।

ভারত যে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে এগিয়ে চলেছে, এদিন তা তুলে ধরেন কেন্দ্রীয় ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, ভারতে সেমিকন্ডাক্টর পরিকাঠামোর দ্রুত অগ্রগতি হচ্ছে। পাঁচটি সেমিকন্ডাক্টর ইউনিট নির্মাণের কাজ চলছে। যার মধ্যে একটি ইউনিটের পাইলট লাইন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কয়েক মাসের মধ্যে আরও দুটি ইউনিটের উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। চিপ তৈরি ও ডিজাইনের ক্ষেত্রে আন্তর্জাতিক হাব হয়ে ওঠাই ভারতের লক্ষ্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ভারতে তৈরি চিপ তুলে দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

সেমিকন্ডাক্টর শিল্পে ভারতের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শিতার প্রশংসা করলেন অশ্বিনী বৈষ্ণব। বললেন, “কয়েক বছর আগে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিতে অনুপ্রাণিত হয়ে আমরা প্রথমবার বৈঠক করেছিলাম। আমরা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন চালু করি। সাড়ে ৩ বছরের ব্যবধানে সারা বিশ্ব ভারতের দিকে আত্মবিশ্বাসের চোখে তাকিয়ে থাকে। এখন পাঁচটা সেমিকন্ডাক্টর ইউনিটের নির্মাণকাজ দ্রুতগতিতে চলছে। আমরা আজ প্রধানমন্ত্রীকে মেড ইন ইন্ডিয়া চিপ উপহার দিলাম।”