কিছু দিনের জন্য বন্ধ রাখা যায় Loan-এর EMI দেওয়া! তবে কিছু শর্তও রয়েছে তার
Loan EMI Payments: ঋণ স্থগিতাদেশ বিষয়টা কী? কোনও ব্যক্তির জীবনে অর্থনৈতিক বিপর্যয় নেমে এলে তিনি কিছু দিনের জন্য ইএমআই স্থগিত রাখতে পারেন। তবে এর বেশ কিছু শর্ত রয়েছে।

লোন নিলে সময়ে লোনের ইএমআই জমা দেওয়া নিয়ে অনেক সময়েই দুশ্চিন্তা করতে দেখা যায় সাধারণ মানুষকে। কিন্তু হঠাৎ কোনও মানুষের কোনও আর্থিক এমার্জেন্সি হয়, তাহলে কী হবে? ইএমআই তো ঠিক সময়ে দিতেই হবে। সঠিক সময় ইএমআই না জমা হলে সেটা ডিফল্ট বা ঋণ খেলাপি বলে গণ্য হয়। আর তেমন হলে প্রভাব পড়ে ক্রেডিট স্কোরে। সমস্যা হয় আগামীতে ঋণ পেতে।
আর এখানেই ঘুরে আসে লোন মোরাটরিয়ামের বিষয়টা। লোন মোরাটোরিয়াম বা ঋণ স্থগিতাদেশ বিষয়টা কী? কোনও ব্যক্তির জীবনে অর্থনৈতিক বিপর্যয় নেমে এলে তিনি কিছু দিনের জন্য ইএমআই স্থগিত রাখতে পারেন। তবে এর বেশ কিছু শর্ত রয়েছে। সেই শর্ত মেনে যদি লোন স্থগিত রাখা যায় তাহলে সেই সময় ওই ব্যক্তিকে ইএমআই দেওয়ার চিন্তা করতে হয় না। কোনও মেডিক্যাল এমার্জেন্সি। প্রাকৃতিক দুর্যোগ, আর্থিক মন্দার সময় এই ঋণ স্থগিতাদেশ ব্যবহার করলে ক্রেডিট স্কোরে তার কোনও প্রভাব পড়ে না।
তবে খেয়াল রাখতে হবে এই ঋণ স্থগিতাদেশ শুনতে খুব ভাল হলেও খাতায় কলমে তা কিন্তু যেমন জটিল তেমনই ঋণ গ্রহীতার জন্যও সমস্যার। কারণ যে সময় ঋণের ইএমআই দেওয়া বন্ধ থাকবে সেই সময়ের মাসিক সুদ কিন্তু যুক্ত হতে থাকবে। ফলে মোট প্রদেয় টাকার অঙ্ক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকবে।
এই ঋণ স্থগিতাদেশ পাওয়ার জন্য প্রথমে আবেদন করতে হয় সংশ্লিষ্ট সংস্থার কাছে। তারা আবেদন কী কারণে স্থগিতাদেশ চাইছেন, সেটাও ব্যখ্যা করতে হয়। তবেই মঞ্জুর হয় ঋণ স্থগিতাদেশ।
