এবার ‘ধর্ম-কর্মে’ মন দিচ্ছে OYO, পুরী-হরিদ্বারে খুলছে শ’য়ে শ’য়ে হোটেল
OYO: সংস্থাটি এমন একটি সময়ে এই ঘোষণা করেছে যখন দেশে ধর্মীয় পর্যটনের বাজার বাড়ছে।
নয়া দিল্লি: নতুন নীতি এনে কয়েকদিন আগেই বিতর্কের মুখে পড়েছিল হোটেল চেইন কোম্পানি OYO। ২০২৫ সালের জন্য এবার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে তারা। মিরাটে অবিবাহিত দম্পতিদের প্রবেশ নিষিদ্ধ করার পর, সংস্থাটি এবার আধ্যাত্মিক পর্যটনের প্রচারের দিকে এগিয়ে যাচ্ছে। আধ্যাত্মিক পর্যটনকে উৎসাহিত করার জন্য সংস্থাটি দেশের ধর্মীয় স্থানগুলিতে কয়েকশ হোটেল খোলার পরিকল্পনা করেছে।
জানা গিয়েছে, ৫০০টি হোটেল খুলবে OYO। বুধবার ওয়ো জানিয়েছে যে তারা এই বছর অযোধ্যা, বারাণসী, প্রয়াগরাজ, পুরী, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন, অমৃতসর, উজ্জয়িনী, আজমির, নাসিক এবং তিরুপতির মতো ধর্মীয় শহরগুলিতে ৫০০টি হোটেল খোলার পরিকল্পনা করছে। সংস্থাটি এমন একটি সময়ে এই ঘোষণা করেছে যখন দেশে ধর্মীয় পর্যটনের বাজার বাড়ছে।
এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে যে তারা এই বছর অযোধ্যায় ১৫০টিরও বেশি, বারাণসীতে ১০০টি এবং প্রয়াগরাজ, হরিদ্বার এবং পুরীতে ৫০টি করে হোটেল খুলবে। ওয়ো ইন্ডিয়ার সিইও বরুণ জৈন বলেন, “ভক্ত এবং দর্শনার্থীদের জন্য উচ্চমানের ঘরের চাহিদা ক্রমাগত বাড়ছে। সেই কারণেই এই পরিকল্পনা করা হয়েছে। ” ধর্মীয় পর্যটনে বিপুল আয় হবে বলে আশা করছে সংস্থা।