PAN CARD: রয়েছে একাধিক প্যান কার্ড? সাবধান…, জেনে নিন সারেন্ডার করার উপায়
PAN 2.0: কোনও ব্যক্তির কাছে তাঁর নামে ইস্যু হওয়া একাধিক প্যান কার্ড থাকে, দ্রুত তা নজরে আনতে হবে। এবং বাড়তি প্যান কার্ড বাতিল করাতে হবে। আর তা না করালে শাস্তিও হতে পারে। সদ্য অর্থমন্ত্রকের তরফে প্যান ২.০ আনা এবং এর নিয়ম নিয়ে পরিষ্কার করা হয়েছে। কী এই প্যান ২.০?
আপনার কাছে কি একাধিক প্যান কার্ড রয়েছে? তার আগে প্রশ্ন ওঠা স্বাভাবিক, একজন ব্যক্তির কি একাধিক প্যান কার্ড থাকতে পারে? আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী, কোনও ব্যক্তি একের বেশি প্যান কার্ড রাখতে পারেন না। যদি কোনও ব্যক্তির কাছে তাঁর নামে ইস্যু হওয়া একাধিক প্যান কার্ড থাকে, দ্রুত তা নজরে আনতে হবে। এবং বাড়তি প্যান কার্ড বাতিল করাতে হবে। আর তা না করালে শাস্তিও হতে পারে। সদ্য অর্থমন্ত্রকের তরফে প্যান ২.০ আনা এবং এর নিয়ম নিয়ে পরিষ্কার করা হয়েছে। কী এই প্যান ২.০?
মোদী সরকার আনছে নতুন প্যান। এই প্য়ান ২.০-কে ডিজিটাল প্যানও বলা যায়। প্যান (পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর) এবং ট্যান (ট্যাক্স ডিডাকশন অ্যান কালেকশন অ্যাকাউন্ট নম্বর) বিষয়ক সমস্ত কিছু একটি কার্ডের মাধ্যমেই সম্ভব। এটি আবেদন করা, অনলাইনে অ্যাক্টিভেট করা, সব কাজই সহজ ভাবে করা যাবে। এর মধ্যে নিরাপত্তাও অনেক বেশি। থাকছে কিউআর কোডও। প্রত্যেক করদাতাকে সুরক্ষা দিতেই প্যান ২.০ আনা হচ্ছে।
এই খবরটিও পড়ুন
একাধিক প্যান কার্ড থাকলে কী হতে পারে? কারও কাছে যদি অজান্তেই একাধিক প্যান কার্ড থাকবে আয়কর আইনের ২৭২বি-এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। শুধু তাই নয়, এটিকে অপরাধ হিসেবেও ধরা হয়। বাড়তি প্যান কার্ড সারেন্ডার করা উচিত। কী ভাবে এই সারেন্ডার করা যেতে পারে? আয়কর দফতরের ওয়েবসাইট এবং ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী, প্যান চেঞ্জের আবেদন করা যায়। যে কার্ডটি রাখতে চান, ওয়েবসাইটে সেই ফর্মের উপর সংশ্লিষ্ট প্যানের তথ্য দিতে হবে। যে প্যান কার্ডটি বা কার্ডগুলো সারেন্ডার করতে চান, সেগুলো ফর্মের ১১ নম্বর আইটেম-এ উল্লেখ করতে করতে হবে। বাতিল করার আবেদনের সঙ্গে সেই প্যান কার্ডের কপিও দিতে হবে।