India’s export performance: মোদীর ১০ বছরে বিশ্ববাজারে ভারতের রফতানি বেড়েছে ৬৭ শতাংশ, তথ্য তুলে ধরল কেন্দ্র
India's export performance: পীযূষ গয়াল জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে বিশ্ববাজারে ভারত মোট ৭৭৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। সেখানে ২০১৩-১৪ অর্থবর্ষে অর্থাৎ ইউপিএ সরকারের শেষ বছরে ভারতের রফতানিকৃত পণ্যের মূল্য ছিল ৪৬৬ বিলিয়ন ডলার।
নয়াদিল্লি: একদিকে ভারতে বিনিয়োগ বাড়ছে। ‘মেক ইন ইন্ডিয়া’-য় সাড়া দিয়ে ভারতে পণ্য উৎপাদনের জন্য এগিয়ে এসেছে বিশ্বের বহু শিল্পসংস্থা। অন্যদিকে, বিশ্ববাজারে ভারতীয় পণ্যের চাহিদা ক্রমশ বাড়ছে। যার জেরে রফতানি বেড়েছে ভারতের। তথ্য বলছে, গত এক দশকে বিশ্ব বাজারে ভারতের রফতানি বেড়েছে ৬৭ শতাংশ। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গয়াল সংসদে এই তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে বিশ্ববাজারে ভারত মোট ৭৭৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে। সেখানে ২০১৩-১৪ অর্থবর্ষে অর্থাৎ ইউপিএ সরকারের শেষ বছরে ভারতের রফতানিকৃত পণ্যের মূল্য ছিল ৪৬৬ বিলিয়ন ডলার। অর্থাৎ ১০ বছর পর ভারতের রফতানি বেড়েছে ৬৭ শতাংশ। বিশ্ববাজারে ভারতের রফতানির পরিমাণ ১.৬৬ শতাংশ থেকে ১.৮১ শতাংশ হয়েছে। আগে ২০ তম স্থানে ছিল ভারত। ৩ ধাপ উপরে উঠে ১৭তম স্থানে রয়েছে।
বিশ্ববাজারে ভারতীয় পণ্যের চাহিদা বাড়ার কারণ-
বিশ্ববাজারে ভারতীয় পণ্যের চাহিদা বাড়ার একাধিক কারণ রয়েছে। প্রথমত, বিশ্ববাজারে ভারতীয় পণ্যকে ছড়িয়ে দিতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ করেছে। বাণিজ্য প্রক্রিয়া সহজ করতে ২০২৩ সালে বিদেশি বাণিজ্য নীতি শুরু হয়েছে।
বিভিন্ন ক্ষেত্র ধরে রফতানিতে জোর দেওয়া হয়েছে। কৃষি পণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য রফতানি বাড়াতে নানা পদক্ষেপ করা হয়েছে। ভারতীয় পণ্যের গুণমানকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। গুণমান ভাল হওয়ায় ভারতীয় পণ্যের চাহিদা বেড়েছে। ভারতকে আন্তর্জাতিক রফতানির পাওয়ার হাউস করা লক্ষ্য কেন্দ্রের। সেই লক্ষ্যে ভারত এগিয়ে চলেছে বলে কেন্দ্রের বক্তব্য।