Adani Group: সাড়ে সাত লক্ষ কোটি টাকার বিনিয়োগ! আদানির ঘোষণায় খুশির হাওয়া ‘এই’ রাজ্যে
Adani Group Announces 7.5 Lakh Crore Investment: নানা পরিকাঠামোয় উন্নতি করার পরিকল্পনাও রয়েছে। যেমন জয়পুর বিমানবন্দরকে বিশ্বমানের গড়ে তোলা, মাল্টি মডেল লজিটিক্স পার্ক, রাজস্থানের পর্যটন পরিকাঠামোয় ব্যাপক উন্নতিতেও নজর।
সাড়ে সাত লক্ষ কোটি! এত টাকাই বিনিয়োগের পরিকল্পনা আদানি গ্রুপের। এক রাজ্যের জন্যই এই পরিকল্পনা। আদানি পোর্টস এবং SEZ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি স্বপ্নের বিনিয়োগ পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। রাজস্থানে এই বিনিয়োগ করা হবে। রাজস্থানের সিতাপুরায় রাইজিং রাজস্থান গ্লোবাল সামিটে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন করণ আদানি।
রাইজিং রাজস্থান সামিটে তিনি বলেন, ‘আদানি গ্রুপের পরিকল্পনা রয়েছে রাজস্থানে বিভিন্ন ক্ষেত্রে সাড়ে সাত লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। এর ৫০ শতাংশ বিনিয়োগ হবে আগামী পাঁচ বছর ধরে।’ নিজেদের লক্ষ্য প্রসঙ্গে জানিয়েছেন, রাজস্থানে বিশ্বের বৃহত্তম গ্রিন এনার্জির ইকোসিস্টেম গড়তে চায় আদানি গ্রুপ। বলেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে, বিশ্বের বৃহত্তম ইন্টিগ্রেটেড গ্রিন এনার্জি ইকোসিস্টেম গড়া হবে। এর মধ্যে ১০০ গিগা ওয়াটের পুনর্ব্যবহারযোগ্য শক্তি, ২ মিলিয়ন টন হাইড্রোজেন, এবং ১.৮ গিগা ওয়াট পাম্প হাইড্রোস্টোরেজ। এই বিনিয়োগের ফলে রাজস্থান মরসভূমি থেকে সবুজে পরিণত হবে।’
শুধু বিদ্যুতের প্লান্টই নয়, আরও নানা পরিকল্পনাই রয়েছে আদানি গ্রুপের। ভাবনায় রয়েছে সিমেন্ট কারখানা গড়ারও। তাও একটা নয়, নতুন ৪টে সিমেন্ট প্ল্যান্ট গড়তে চান, জানিয়েছেন করণ আদানি। পাশাপাশি রাজস্থানের নানা পরিকাঠামোয় উন্নতি করার পরিকল্পনাও রয়েছে। যেমন জয়পুর বিমানবন্দরকে বিশ্বমানের গড়ে তোলা, মাল্টি মডেল লজিটিক্স পার্ক, রাজস্থানের পর্যটন পরিকাঠামোয় ব্যাপক উন্নতিতেও নজর।