AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lock হয়ে যাবে আপনার ফোন! RBI-র একটা সিদ্ধান্তে চাপে পড়তে পারেন আপনিও

Reserve Bank of India: যার জেরে কেউ কয়েক মাস EMI না দিলেই, ঋণদাতাদের দ্বারা গ্রাহকদের প্রদত্ত ওই বিশেষ অ্যাপ ফোন লক করে দিত। কিন্তু এই সংক্রান্ত কোনও নিয়মবিধি কখনও চালু করেনি RBI। গোটাটাই পাইলট প্রোজেক্টের মতো চলছিল। যা আপাতত নীতিমালার মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্য়ে একটি নিয়মে পরিণত করতে চায় দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

Lock হয়ে যাবে আপনার ফোন! RBI-র একটা সিদ্ধান্তে চাপে পড়তে পারেন আপনিও
রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াImage Credit: PTI
| Updated on: Sep 11, 2025 | 8:34 PM
Share

নয়াদিল্লি: যে কোনও মুহূর্তে ‘তালা’ পড়ে যেতে পারে আপনার ফোনে। নিজের ফোনে আপনিই হয়ে যাবেন ‘বন্দি’। পারবেন না খুলতে। কিন্তু কেন? জানা গিয়েছে, ঋণখেলাপি রুখতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বিশেষ ক্ষমতা তুলে দেবে ঋণদাতাদের হাতে। তবে এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত করেনি তারা। তাদের মুখপাত্রকে প্রশ্ন করা হলেও, তিনিও এড়িয়ে গিয়েছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্য়ম ‘দ্য ইকনমিক টাইমসের’ একটি প্রতিবেদন অনুযায়ী, সাধারণকে ঋণজাল থেকে মুক্ত করতে, ঋণখেলাপি রুখতেই এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে তারা। একটি পরিসংখ্য়ান অনুযায়ী, ২০২৪ সালে ভারতে বিক্রি হওয়া মোট ফোনের এক তৃতীয়াংশ ফোন ক্রেডিট কার্ড বা ঋণ নিয়ে কেনা। কিন্তু এত মানুষ কিনলেও, অনেকেই সময় মতো তাদের EMI সময় মতো দিতে পারেন না। যার জেরে সমস্যায় পড়তে হয় ঋণদাতাদেরও। তার মধ্যে সাম্প্রতিককালে দামী ফোন কেনার হিড়িক। চার-পাঁচ হাজার টাকা EMI-তে প্রায় সবার পকেটেই ঢুকে গিয়েছে লাখ টাকার ফোন। কেউ সময় মতো EMI দিচ্ছেন, কেউ আবার ব্যর্থ হচ্ছেন।

গতবছরও এই সকল ক্রেতাদের ফোনে একটি অ্যাপ ইনস্টলের মাধ্যমে ‘লক-আনলক’ সিস্টেম চালু করেছিল RBI। যার জেরে কেউ কয়েক মাস EMI না দিলেই, ঋণদাতাদের দ্বারা গ্রাহকদের প্রদত্ত ওই বিশেষ অ্যাপ ফোন লক করে দিত। কিন্তু এই সংক্রান্ত কোনও নিয়মবিধি কখনও চালু করেনি RBI। গোটাটাই পাইলট প্রোজেক্টের মতো চলছিল। যা আপাতত নীতিমালার মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্য়ে একটি নিয়মে পরিণত করতে চায় দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

লাভবান হবে Bajaj Finance

ওয়াকিবহাল মহল বলছে, এই রকম নিয়ম তৈরি হলে সবচেয়ে বেশি লাভবান হবে বাজাজ ফিনান্স সংস্থা। বর্তমানে জীবনের নানা সামগ্রী কেনার জন্য নির্ঝঞ্ঝাট ভাবে অল্প টাকার ঋণপ্রদান করে থাকে এই সংস্থা। তাই RBI তাদের এই সিদ্ধান্ত চূড়ান্ত করলেই, লাভের জায়গা তাদেরই বেশি থাকবে বলেই মনে করা হচ্ছে।