Mukesh Ambani: এত টাকা সত্যি? চাইলেই রোজ একটা করে রাম মন্দির গড়তে পারেন মুকেশ অম্বানী
Mukesh Ambani: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মুকেশ অম্বানীর সম্পদের পরিমাণ ১০৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ভারতীয় টাকায় তার সম্পদের মূল্য ৮,৫৫,৭৩০ কোটি টাকা। এই অঙ্ককে বছরের ৩৬৫ দিন দিয়ে ভাগ করলে তার দৈনিক সম্পদ দাঁড়ায় ২,৩৪৫ কোটি টাকা।
অযোধ্যা: গৃহস্থের বাড়ির অন্দরমহল থেকে বাজার, স্টেশন থেকে স্কুল-কলেজ, সর্বত্রই চর্চায় এখন রাম মন্দির। হাতে আর মাত্র ক’টা দিন। তারপরেই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দির। শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে জোরকদমে। কিন্তু, এরইমধ্যে ফের চর্চায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তথা ধনকুবের মুকেশ অম্বানী। দেশের সবথেকে ধনী ব্যক্তির তকমা তো সেই কবেই মিলেছে। কিন্তু, আপনি কি জানেন রাম মন্দির নির্মাণে যত খরচই হোক না কেন, মুকেশ অম্বানী চাইলে নিজের সম্পত্তি দিয়ে দেশে প্রতিদিন একটি করে নতুন বড় মন্দির তৈরি করতে পারেন।
সূত্রের খবর, মুকেশ অম্বানীর হাতে এত সম্পদ রয়েছে যে তিনি দেশের প্রতিটি কোণে রাম মন্দিরের মতো একটি নতুন মন্দির তৈরি করতে পারেন। সম্প্রতি মুকেশ অম্বানীর সম্পদের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। যা নিয়েও জোর চর্চা চলছে বাণিজ্য মহলের অন্দরে।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, মুকেশ অম্বানীর সম্পদের পরিমাণ ১০৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ভারতীয় টাকায় তার সম্পদের মূল্য ৮,৫৫,৭৩০ কোটি টাকা। এই অঙ্ককে বছরের ৩৬৫ দিন দিয়ে ভাগ করলে তার দৈনিক সম্পদ দাঁড়ায় ২,৩৪৫ কোটি টাকা। তাহলে কীভাবে প্রতিদিন রাম মন্দিরের মতো বিশাল মন্দির তৈরি করতে পারেন অম্বানী? অযোধ্যায় রাম মন্দির তৈরির মোট খরচ প্রায় ১৮০০ কোটি টাকা। বলছে, ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’। তাঁরাই রাম মন্দির নির্মাণের তদারকি করছে। এতাই অঙ্ক কষলেই দেখা যাচ্ছে মুকেশ অম্বানী যদি তাঁর সম্পদ দিয়ে প্রতিদিন রাম মন্দিরের মতো একটি নতুন বিশাল মন্দির তৈরি করেন, তবুও বছর শেষে তার কাছে প্রায় ২ লাখ কোটি টাকার সম্পদ অবশিষ্ট থাকবে।
প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনের জন্য প্রায় ৭ হাজারের বেশি মানুষকে ট্রাস্টের তরফে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। যাঁদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তাঁদের মধ্যে শুধু ধর্মীয় গুরু, সাধুরাই আছেন এমনটা নয়। অনেক রাজনৈতিক নেতা, অভিনেতা ও বড় শিল্পপতিরাও রয়েছেন।