AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SEBI: Hindenburg-এর অভিযোগ থেকে মুক্ত Adani Group, বাজার খুললেই বাড়তে পারে শেয়ারের দাম!

SEBI On Adani Group: সেবি জানিয়েছে, হিন্ডেনবার্গের তোলা কোনও অভিযোগই প্রমাণিত হয়নি। ইনসাইডার ট্রেডিং, শেয়ার দরে কারচুপি বা পাবলিক শেয়ারহোল্ডিংয়ের নিয়ম লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে বলে জানিয়েছে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা।

SEBI: Hindenburg-এর অভিযোগ থেকে মুক্ত Adani Group, বাজার খুললেই বাড়তে পারে শেয়ারের দাম!
Image Credit: PTI
| Updated on: Sep 19, 2025 | 12:58 AM
Share

অবশেষে স্বস্তিতে আদানি গ্রুপ। ১৮ সেপ্টেম্বর একটি রিপোর্টে তাদের ক্লিন চিট দিল সেবি। মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের তোলা সমস্ত অভিযোগ নস্যাত করেছে ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা। ফলে একাধিক অভিযোগ থেকে অব্যাহতি পেল গৌতম আদানির অধীনস্থ সংস্থা।

এই ঘটনা নিয়ে তদন্তের পর সেবি জানিয়েছে, হিন্ডেনবার্গের তোলা কোনও অভিযোগই প্রমাণিত হয়নি। ইনসাইডার ট্রেডিং, শেয়ার দরে কারচুপি বা পাবলিক শেয়ারহোল্ডিংয়ের নিয়ম লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে বলে জানিয়েছে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা। তারা স্পষ্ট করে দিয়েছে যে এই বিষয়ে যে আইন রয়েছে অর্থাৎ SEBI আইন, তা লঙ্ঘন হয়েছে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। আর এরপরই এক্স মাধ্যমে নিজের বক্তব্য শেয়ার করেছে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি।

তিনি লেখেন, “এই প্রতারণামূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের কারণে অর্থ হারিয়েছেন যে সব বিনিয়োগকারীরা, তাঁদের দুঃখ, কষ্ট আমরা গভীরভাবে অনুভব করি। যারা মিথ্যা, ভিত্তিহীন রিপোর্ট প্রকাশ করেছেন, তাদের উচিত সমগ্র দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান, ভারতের জনগণ এবং দেশ গঠনের প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ”।

যেহেতু আইন লঙ্ঘনের কোনও প্রমাণ মেলেনি, সেই কারণে আদানি গ্রুপ বা যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের বিরুদ্ধে কোনও জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর আগেও সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষজ্ঞ প্যানেল তাদের রিপোর্টে জানিয়েছিল যে, আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগ যে সত্য, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৩ সালের শুরুতে হিন্ডেনবার্গের এই রিপোর্ট সামনে আসার পর আদানি গ্রুপের শেয়ারে ব্যাপক পতন দেখা গিয়েছিল। পরবর্তীতে সুপ্রিম কোর্টের প্যানেলের রিপোর্ট প্রকাশ্যে আসার পর যদিও বেশ খানিকটা লাফিয়ে বেড়েছিল আদানি গ্রুপের শেয়ারের দাম। আর সেই একই ভাবে আশা করা যেতে পারে আজ এই ক্লিন চিটের পর ১৯ সেপ্টেম্বর বাজার খোলার পরই লাফিয়ে বাড়বে আদানি গ্রুপের অধীনস্থ বিভিন্ন শেয়ারের দাম।

সেবির এই ক্লিন চিটে বড় স্বস্তি পেল আদানি গ্রুপ। প্রায় দেড় বছর ধরে চলে এক বিতর্কের অবসান ঘটাল এই রিপোর্ট। বিশেষজ্ঞমহল মনে করছে, এই রিপোর্ট প্রকাশ হওয়ার পর আদানি গ্রুপের একাধিক সংস্থার উপর সাধারণ থেকে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অনেকটাই ফিরবে।