Starlink-এর কারখানা, ছবি শেয়ার করল SpaceX, পৃথিবীতে ইন্টারনেট রাজত্ব চালাতে এবার তৈরি Elon Musk!
SpaceX, Elon Musk: সম্প্রতি ওয়াশিংটনের রেডমন্ডে অবস্থিত স্টারলিঙ্ক স্যাটেলাইট কারখানার ভেতরের ছবি ও ভিডিয়ো প্রকাশ করেছে এই সংস্থা। প্রকাশিত তথ্য অনুযায়ী, এখানে প্রতি সপ্তাহে প্রায় ৭০টি স্যাটেলাইট তৈরি করা যেতে পারে।

মহাকাশ অভিযানে নতুন নতুন ইতিহাস গড়ে চলেছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। সম্প্রতি ওয়াশিংটনের রেডমন্ডে অবস্থিত স্টারলিঙ্ক স্যাটেলাইট কারখানার ভেতরের ছবি ও ভিডিয়ো প্রকাশ করেছে এই সংস্থা। প্রকাশিত তথ্য অনুযায়ী, এখানে প্রতি সপ্তাহে প্রায় ৭০টি স্যাটেলাইট তৈরি করা যেতে পারে। অর্থাৎ বছরে গড়ে ৩ হাজার ৬৪০টি স্যাটেলাইট। পাঁচ বছর আগেও মাসে ১২০টির বেশি স্যাটেলাইট তৈরি হত না।
ভিডিয়োতে দেখা গিয়েছে অত্যাধুনিক রোবটিক আর্ম, অটোম্যাটিক মেশিনারি ও সব কিছুর মান নিয়ন্ত্রণের জন্য নিখুঁত ব্যবস্থা। শুধু উৎপাদন নয়, প্রযুক্তিগত ক্ষেত্রেও নতুনত্ব নিয়ে এসেছে স্পেসএক্স। সম্প্রতি তারা মিনি লেসার প্রযুক্তি প্রকাশ্যে নিয়ে এসেছে। এই প্রযুক্তির মাধ্যমে স্যাটেলাইটগুলি একে অপরের সঙ্গে এবং মহাকাশ স্টেশনগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখবে। ফলে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা আরও মসৃণ হবে। এর মাধ্যমে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরত্বেও ২৫ গিগাবিট প্রতি সেকেন্ড গতিতে ডেটা আদান-প্রদান সম্ভব হবে। ইতিমধ্যেই একটি পরীক্ষামূলক মিশনে এই ব্যবস্থার সফলভাবেই পরীক্ষা করে দেখা হয়েছে।
Starlink satellites are designed, built, launched and operated from the United States to provide connectivity anywhere on the planet pic.twitter.com/NkcjJw4nDT
— Starlink (@Starlink) August 25, 2025
তবে, স্পেসএক্সের সামনে রয়েছে আরও বড় লক্ষ্য। তাদের স্টারশিপের দশম টেস্ট ফ্লাইটের পরিকল্পনাও প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। এই মিশনে স্টারলিঙ্ক তাদের নতুন রকেটের বহনক্ষমতা যাচাই করবে। প্রসঙ্গত, টেক্সাসে কোম্পানির আরেক কারখানায় দিনে প্রায় ১৫ হাজার স্টারলিঙ্ক অ্যান্টেনা তৈরি হচ্ছে। সব মিলিয়ে স্পষ্ট, ইন্টারনেট যুদ্ধে বাকি সব সংস্থাকে টক্কর দিনে ও বিশ্বব্যাপী এক বিরাট নেটওয়ার্ক তৈরি করতে একধাপ এগিয়ে গিয়েছে স্পেসএক্স।
