AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হঠাৎ আতঙ্ক, Paytm-এর UPI কি এবার বন্ধ হয়ে যাবে?

Paytm, Virtual Payment Address: ২০২৪ সালে রিজার্ভ ব্যাঙ্ক Paytm Payments Bank-এর উপর কড়া বিধিনিষেধ জারি করে। আর এবার কি উঠেই যাচ্ছে সংস্থা? কী বলছে পেটিএম?

হঠাৎ আতঙ্ক, Paytm-এর UPI কি এবার বন্ধ হয়ে যাবে?
Image Credit: CFOTO/Future Publishing via Getty Images
| Updated on: Aug 31, 2025 | 9:01 AM
Share

Paytm UPI বন্ধ হয়ে যাচ্ছে—এমন আতঙ্কে অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন। যদিও সংস্থা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে এটি নিছকই গুজব। একটি নোটিফিকেশন ভুল বোঝায় এই সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে তারা।

আসলে ২০২৪ সালে রিজার্ভ ব্যাঙ্ক Paytm Payments Bank-এর উপর কড়া বিধিনিষেধ জারি করে। তার পর থেকেই পেটিএমকে বদলাতে হয় কার্যপদ্ধতি। এখন তারা Third-Party Application Provider (TPAP) হিসেবে কাজ করছে এবং সেই কাজে তারা HDFC, Axis, SBI ও Yes Bank-এর মতো বড় ব্যাঙ্কের সঙ্গে চুক্তিও করেছে।

গুজব ছড়ায় কীভাবে? গুগল প্লে-র এক নোটিফিকেশনে বলা হয়েছিল পুরনো যে সব ইউপিআৎ হ্যান্ডেলে Virtual Payment Address হিসাবে @paytm রয়েছে তা ৩১ অগস্টের পর ‘deprecated’ হবে। আর ব্যবহারকারীরা ভেবেছিলেন, এর অর্থ UPI পরিষেবা বন্ধ হয়ে যাবে পেটিএমের। কিন্তু বাস্তবে এই পরিবর্তন কেবলমাত্র অটো পে বা সাবস্ক্রিপশনের পরিষেবার জন্যই হবে।

যাঁরা ওই রকম ম্যান্ডেট ব্যবহার করেন, তাঁদের নতুন হ্যান্ডেল অর্থাৎ @pthdfc, @ptaxis, @ptyes, @ptsbi-তে আপডেট করতে হবে। কিন্তু সাধারণ ব্যবহারকারীর জন্য কোনও সমস্যা নেই। এককালীন লেনদেন, QR স্ক্যান, দোকানে পেমেন্ট সবই চলছে আগের মতোই।

NPCI ইতিমধ্যেই গত অক্টোবরে পেটিএমকে নতুন ব্যবহারকারী নথিভুক্ত করার অনুমতি দিয়েছে। ফলে, Paytm UPI নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। বরং নতুন ব্যাঙ্কগুলোর সঙ্গে পার্টনারশিপের ফলে আরও স্থিতিশীল হয়েছে পরিষেবা।