পাড়ার সবজি দাদাকে টক্কর দেবে Blinkit! এই আইটেম একদম ফ্রি…
Blinkit: ফ্রি-র জিনিস পেতে কার না ভাল লাগে। অনেকেই বাজারে সবজি কিনতে গেলে সঙ্গে একটু ধনে পাতা বা লঙ্কা ফ্রি-তে চান। চেনা গ্রাহক ধরে রাখতে, সবজি বিক্রেতারা বিনামূল্যে ধনে পাতা বা লঙ্কা দিয়েও দেন।
নয়া দিল্লি: অনলাইনে শুধু জামাকাপড় বা প্রসাধনী সামগ্রীই নয়, এখন বই-খাতা থেকে শুরু করে শাক-সবজি, সবই পাওয়া যায়। এক ক্লিকেই বাড়ি বসে পাওয়া যায় ইচ্ছামতো সব কিছু। বেশিক্ষণ অপেক্ষাও করতে হয় না, ১০-১৫ মিনিটেই বাড়ির দোরগোড়ায় চলে আসে ডেলিভারি। ই-কমার্স সাইটগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পাড়ার মোড়ের বা বাজারের সবজি বিক্রেতাদের একমাত্র হাতিয়ার হল কম দাম ও ফ্রি-তে কিছু একটা দেওয়া।
ফ্রি-র জিনিস পেতে কার না ভাল লাগে। অনেকেই বাজারে সবজি কিনতে গেলে সঙ্গে একটু ধনে পাতা বা লঙ্কা ফ্রি-তে চান। চেনা গ্রাহক ধরে রাখতে, সবজি বিক্রেতারা বিনামূল্যে ধনে পাতা বা লঙ্কা দিয়েও দেন। বিশেষ করে দিল্লি, মুম্বই ও কলকাতায় এই চল রয়েছে।
এবার এখানেও বাজারের সবজি বিক্রেতাদের টক্কর দিতে চলেছে অনলাইন ডেলিভারি অ্যাপ ব্লিনকিট। ই-কমার্স সাইট জানিয়েছে, এবার থেকে তারাও সবজির সঙ্গে ধনে পাতা ফ্রি-তে দেবে।
জ্যোমাটোর মালিকানাধীন এই ফাস্ট ডেলিভারি অ্যাপ জানিয়েছে, এবার থেকে তারা ভার্চুয়াল সবজির ঝুড়িতে ফ্রি-তে ধনে পাতা দেবে। আপনি কোনও সবজি কিনলেই বিনামূল্যে পেয়ে যাবেন ধনে পাতা।
ব্লিনকিটের সিইও অলবিন্দর ধিন্দসা এই ঘোষণা করে পোস্টে লেখেন, “ইটস লাইভ! সবাই অঙ্কিতের মাকে ধন্যবাদ জানান। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা এই ফিচারে আরও পরিবর্তন আনব।”
অঙ্কিত সাওয়ান্ত নামে মুম্বইয়ের এক যুবক সম্প্রতিই পোস্ট করে লিখেছিলেন যে ধনে পাতার জন্য টাকা দিকে হচ্ছে শুনে তাঁর মায়ের মিনি হার্ট-অ্যাটাক হয়েছিল। তিনি আরও লেখেন যে তাঁর মা বলছেন, এত সবজির সঙ্গে এক বান্ডিল ধনে পাতা ফ্রি দেওয়া উচিত।
ওই যুবকের দাবি রেখেই এবার থেকে সবজির সঙ্গে ফ্রি-তে ধনে পাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্লিনকিট। এদিকে, ব্লিনকিট এই ঘোষণা করতেই অনেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, ধনে পাতার সঙ্গে লঙ্কাও ফ্রি দেওয়া উচিত।