AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM SVANidhi Scheme: ক্ষুদ্র ব্যবসায়ী থেকে রাস্তার হকারদের বড় সুখবর দিল মোদী! PM SVANidhi প্রকল্পে পাবেন কী কী সুবিধা?

Scheme For Small Traders: ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি বাধা হয়ে দাঁড়ায় তা হল কী মর্টগেজ রাখবেন? তাই এই প্রকল্পের আওতায় সরকার কোনও রকম মর্টগেজ ছাড়াই ঋণ প্রদান করে থাকে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের পুনর্গঠন এবং ঋণের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৪ থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০৩০ পর্যন্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।

PM SVANidhi Scheme: ক্ষুদ্র ব্যবসায়ী থেকে রাস্তার হকারদের বড় সুখবর দিল মোদী! PM SVANidhi প্রকল্পে পাবেন কী কী সুবিধা?
Image Credit: PTI
| Updated on: Aug 28, 2025 | 3:04 PM
Share

কেন্দ্র সরকার ২০২০ সালে শুরু করেছিল পিএম স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি যোজনা (PM SVANidhi)। এই প্রকল্পের আওতায় সরকার ক্ষুদ্র ব্যবসায়ীদের যেমন রাস্তার হকার বা স্ট্রিট ভেন্ডরদেরও ঋণ প্রদান করে আর্থিক সহায়তা করে। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ নেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি বাধা হয়ে দাঁড়ায় তা হল কী মর্টগেজ রাখবেন? তাই এই প্রকল্পের আওতায় সরকার কোনও রকম মর্টগেজ ছাড়াই ঋণ প্রদান করে থাকে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হওয়া কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পের পুনর্গঠন এবং ঋণের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৪ থেকে বাড়িয়ে ৩১ মার্চ ২০৩০ পর্যন্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।

PM SVANidhi প্রকল্পের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে ৭৩৩২ কোটি টাকা। একই সঙ্গে বর্তমান সুবিধাভোগীদের বাইরে আরও ৫০ লক্ষ নতুন সুবিধাভোগীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে মোট সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে ১.১৫ কোটি মানুষ। এই প্রকল্প বাস্তবায়ন করবে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক (MoHUA) এবং আর্থিক সেবা বিভাগ (DFS)।

পুনর্গঠনে কী কী পরিবর্তন আসছে?

আগে এই প্রকল্পের অধীনে প্রথম ঋণের পরিমাণ ছিল ১০,০০০ টাকা। সেটাই বাড়িয়ে করা হয়েছে ১৫,০০০ টাকা। দ্বিতীয় ঋণের পরিমাণ বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। আর তৃতীয় ঋণের পরিমাণ বাড়ানো হয়েছে ৫০,০০০ টাকা পর্যন্ত।

যারা দ্বিতীয় ঋণ নেবেন, তাঁদের দেওয়া হবে ইউপিআই-লিঙ্কড রুপে ক্রেডিট কার্ড (RuPay Credit Card) যা জরুরি অবস্থায় কাজে লাগবে। এমনকি ডিজিটাল লেনদেন বাড়াতে খুচরো ও পাইকারি ব্যবসায় ডিজিটাল লেনদেনের উপর ১৬০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে বলে জানা গিয়েছে।

PM SVANidhi প্রকল্পের আওতায় এখন রাস্তার হকারদের উদ্যোক্তা শিক্ষা, আর্থিক সচেতনতা এবং ডিজিটাল দক্ষতা সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও FSSAI-এর সঙ্গে অংশীদারিত্বে তাঁদের মানসম্মত স্বাস্থ্যবিধি এবং খাদ্য সুরক্ষা সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হবে।