PAN 2.0 কী? পুরনো PAN Card-এর কী করবেন, নতুন এই কার্ড পেতে গেলে কী করতে হবে?
PAN Card 2.0: দেশের কর ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও স্বচ্ছ করে তুলতে সম্প্রতি পান কার্ড ২.০ চালু করেছে দেশের আয়কর দফতর। নয়া এই প্যান কার্ড সম্পূর্ণ ডিজিটাল।

আপনার প্যান কার্ড নিশ্চয়ই আছে। কিন্তু প্যান ২.০? দেশের কর ব্যবস্থাকে আরও সুরক্ষিত ও স্বচ্ছ করে তুলতে সম্প্রতি পান কার্ড ২.০ চালু করেছে দেশের আয়কর দফতর। নয়া এই প্যান কার্ড সম্পূর্ণ ডিজিটাল। এতে থাকবে কিউআর কোডও।
এই প্যান ২.০ এলেও পুরনো কার্ড আগের মতোই বৈধ থাকবে বলে জানা গিয়েছে। ফলে, চিন্তার কোনও কারণ নেই। জানা যাচ্ছে, নতুন এই প্যান কার্ড ইমেলের মাধ্যমে পাঠাবে আয়কর দফতর। কেউ যদি চায়, তাদের ফিজিক্যাল কপিও পাঠিয়ে দেবে আয়কর দফতর। তবে, ফিজিক্যাল কপির জন্য সামান্য কিছু অর্থ নেবে তারা।
নতুন এই প্যান কার্ডে থাকছে একটি কিউআর কোড। যা স্ক্যান করলে সব তথ্য যাচাই করা যাবে, এমনকি বিভিন্ন পরিষেবা পেতেও এই কার্ড ব্যবহার করা যাবে। তবে, নতুন এই প্যানের জন্য আবেদন করতে গেলে বেশ কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে। পরিচয়ের প্রমাণ পত্র হিসাবে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড লাগবে। এ ছাড়াও ঠিকানার প্রমাণপত্র হিসাবে প্রয়োজন হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট, ভাড়ার চুক্তিপত্র, কোনও সরকারি ইউটিলিটি বিল বা আধার কার্ডের। এ ছাড়াও জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে জন্ম শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট বা পাসপোর্ট দরকার পড়বে।
প্যান কার্ড ২.০-এর জন্য NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্যান নম্বর, জন্মতারিখ ও বিভিন্ন তথ্য দিয়ে লগইন করতে হবে। তারপর মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি জায়গা মতো দিলেই বাকি কাজ হয়ে যাবে। এই লগইনের প্রথম ৩০ দিন মোট ৩ বার বিনে পয়সায় প্যান ২.০-এর জন্য আবেদন করা যাবে। এর পর আবেদন করলে ৮ টাকা ২৬ পয়সা লাগবে ফি হিসাবে। আর কেউ যদি প্যান ২.০ হাতে পেতে চান তাহলে আরও ৫০ টাকা খরচ করতে হবে। তাহলেই আপনার ঠিকানায় কার্ড চলে আসবে ভারতীয় ডাকের মাধ্যমে।
