Amul Milk Price Cut: সবাই যেখানে দাম বাড়াচ্ছে, আমুল কেন দুধের দাম কমাল?
Amul: আগে আমুল গোল্ডের দাম ছিল ৬৬ টাকা। এখন থেকে সেটি ৬৫ টাকায় পাওয়া যাবে। আমুল টি স্পেশালের দাম ছিল ৬৩ টাকা। তা কমে হল ৬২ টাকা। আমুল তাজার দাম ছিল ৫৪ টাকা, তা কমে হল ৫৩ টাকা।
নয়া দিল্লি: ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের আগেই বড় ঘোষণা করেছে আমুল সংস্থা। দুধের দাম কমিয়েছে আমুল। এতে দারুণ খুশি গ্রাহকরা। তবে প্রশ্ন হল, কেন হঠাৎ দুধের দাম কমাল আমুল? শুধুই কি প্রচার নাকি এর পিছনে রয়েছে কোনও কারণ?
আমুল সংস্থার তরফে জানানো হয়েছে, তিনটি পণ্যের দাম কমানো হয়েছে। আমুল গোল্ড, আমুল টি স্পেশাল এবং আমুল ফ্রেশ। এই তিনটি পণ্যেরই এক লিটার প্যাকেটের দাম ১ টাকা করে কমানো হয়েছে।
আগে আমুল গোল্ডের দাম ছিল ৬৬ টাকা। এখন থেকে সেটি ৬৫ টাকায় পাওয়া যাবে। আমুল টি স্পেশালের দাম ছিল ৬৩ টাকা। তা কমে হল ৬২ টাকা। আমুল তাজার দাম ছিল ৫৪ টাকা, তা কমে হল ৫৩ টাকা।
এবার প্রশ্ন হল, মূল্যবৃদ্ধির সময়ে যেখানে সমস্ত সংস্থাই তাদের পণ্যের দাম বাড়াচ্ছে, সেখানেই আমুল কেন দাম কমাল?
এর উত্তরে সংস্থার তরফে জানানো হয়েছে, প্লাস্টিক বর্জ্য কমাতেই এই সিদ্ধান্ত। ১ লিটারের দুধের প্যাকেটের দাম কমানো হয়েছে। এতে গ্রাহকরা ১ লিটারের প্যাকেট কিনতেই বেশি আগ্রহী হবে। বড় প্যাকেট বিক্রি হওয়ায়, এর জেরে প্লাস্টিক বর্জ্যের পরিমাণও কমবে। সেই কারণেই সংস্থার তরফে ১ লিটারের দুধের প্যাকেটের দাম কমানো হয়েছে।