EIL recruitment 2023: কেন্দ্রীয় সরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগ, জানুন কোন যোগ্যতায় করা যাবে আবেদন
EIL recruitment 2023: কেন্দ্রীয় সরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। ১৪ মার্চ অবধি করা যাবে আবেদন।
চাকরি প্রার্থীদের খুলবে ভাগ্য। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের (Engineers India Limited) তরফে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। ৪২ টি ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ করছে এই সংস্থা। আর এই পদে আবেদনের শেষ তারিখ ১৪ মার্চ। এই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীরা। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন-
নিয়োগকারী সংস্থা:
ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (Engineers India Limited) সংস্থায় নিয়োগ করা হচ্ছে।
পদের নাম:
ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee) পদে নিয়োগ করা হবে।
শূন্যপদের সংখ্যা:
মোট ৪২ টি পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের বি.ই বা বি.টেক পাশ করতে হবে। বা ইঞ্জিনিয়ারিংয়ের অন্তিম বর্ষে পঠনরতরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের ২০২৩ সালের GATE-২০২৩ পরীক্ষায় বসতে হবে।
আবেদনের শেষ তারিখ:
১৪ মার্চের মধ্যে করতে হবে আবেদন।
আবেদন পদ্ধতি:
অনলাইনে করতে হবে আবেদন
কীভাবে আবেদন করবেন জেনে নিন-
- অফিসিয়াল ওয়েবসাইট engineersindia.com এ যান।
- সেখানে গিয়ে কেরিয়ার ট্যাবে ক্লিক করুন।
- আবেদনপত্র পূরণ করুন।
- সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
- আবেদনপত্র জমা দিন এবং ভবিষ্যতের প্রয়োজনে প্রিন্ট করুন।