সমস্ত রাজনৈতিক সমাবেশ বাতিল করলেন মমতা, কমিশনের নির্দেশিকার পরই সিদ্ধান্ত

ভার্চুয়ালি তিনি প্রচার করবেন বলে এ দিন নিজেই টুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আগামিকাল থেকে ফের ভার্চুয়াল প্রচার করবেন বলে জানা গিয়েছে।

সমস্ত রাজনৈতিক সমাবেশ বাতিল করলেন মমতা, কমিশনের নির্দেশিকার পরই সিদ্ধান্ত
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Apr 22, 2021 | 9:52 PM

কলকাতা: একদিকে রাজ্যে রেকর্ড সংক্রমণের ধাক্কা, অন্যদিকে নির্বাচন কমিশনের নয়া নিষেধাজ্ঞা। এই দুইয়ের জেরে আগামী সময়ের সমস্ত রাজনৈতিক সমাবেশ এবং প্রচার সভা বাতিল করার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সশরীরে হাজির হয়ে প্রচার না করলেও ভার্চুয়ালি তিনি প্রচার করবেন বলে এ দিন নিজেই টুইটে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আগামিকাল থেকে ফের ভার্চুয়াল প্রচার করবেন বলে জানা গিয়েছে।

সপ্তম ও অষ্টম দফার ভোটের আগে রাজ্যের শেষ দু’দফার প্রচার কার্যত এ বার অনলাইনেই হতে চলেছে, এটা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে। কেননা, বৃহস্পতিবারই প্রথম নিজের সমস্ত রাজনৈতিক সমাবেশ বাতিল করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাজ্যে চারটি সভা করার কথা নমোর। এ দিন সন্ধ্যায় টুইট করে সেগুলি বাতিল করেন তিনি। এর কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশন জারি করে নতুন নির্দেশিকা। সেই নির্দেশিকায় সমস্ত রোড শো, পদযাত্রা ও বাইক মিছিল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জনসভার ক্ষেত্রেও ৫০০ জনের বেশি সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে কমিশন।

আরও পড়ুন: শুক্রবারের বঙ্গ সফর বাতিল করলেন মোদী, হওয়ার কথা ছিল চারটি সভা

নির্বাচন কমিশনের এই নির্দেশিকার প্রেক্ষিতেই সমস্ত রাজনৈতিক সমাবেশ বাতিল করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী পূর্ব নির্ধারিত তাঁর সমস্ত জনসভা বাতিল করা হচ্ছে। ভার্চুয়ালিই প্রচার করবেন তিনি। কখন সেই ভার্চুয়াল সভাগুলি হবে তাও শীঘ্রই জানানো হবে। এমনটাই লেখেন তৃণমূল নেত্রী। যদিও মমতা তাঁর সভা বাতিল করলেও তৃণমূলে দ্বিতীয় তারকা প্রচারক অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করবেন তা এখনও জানা যায়নি তৃণমূল সূত্রে।