বর বলেছে লগ্নের আগেই হাজির হবে বিয়ের মণ্ডপে: সোহিনী গুহরায়
খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়েছে বিস্তর। রয়েছে কন্টিনেন্টাল থেকে শুরু করে চাইনিজ... এ ছাড়াও নর্থ ইন্ডিয়ান খাবারও থাকবে। থাকবে বাঙালি খাবারও।
আর মাত্র কয়েক ঘণ্টা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্টার জলসার ‘গঙ্গারাম’ ধারাবাহিকের টায়ারা ওরফে সোহিনী গুহ রায়। পাত্র কল্লোল চৌধুরী পেশায় ব্যবসায়ী রিল নয় রিয়েলে। গতকালই সেটের সবাই জমিয়ে আইবুড়ো ভাত খাইয়েছে তাঁকে। বিয়ের আগের দিনও দুপুর অবধি শুট করেছেন সোহিনী। বাড়ি ভর্তি লোকজন। এসে পড়েছেন আত্মীয় স্বজনও। তার ফাঁকেই টিভিনাইন বাংলার সঙ্গে আড্ডা দিলেন অভিনেত্রী। আগাম শেয়ার করলেন বিয়ের লুক, মেনু, সাজ আরও নানা সিক্রেট।
‘গঙ্গারাম’ ধারাবাহিকের সেটেই আইবুড়োভাত সোহিনীর। নিজস্ব চিত্র।
বিয়ের সাজ
ধারাবাহিকের পর্দায় যতই তিনি ‘বাংলা ভুলতে বসা, বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তানের’ ভূমিকায় অভিনয় করুন না কেন, বিয়ের সাজে সোহিনীর পছন্দ কিন্তু ট্র্যাডিশনাল লাল বেনারসীই। ডিজাইনার পোশাক নয়, পরিবারের সঙ্গে পছন্দ করেই বেছে নেওয়া হয়েছে তাঁর বিয়ে লুক। সঙ্গে থাকছে মানানসই গয়না। রিসেপশনে সোহিনী বেছে নিয়েছেন পেস্তা সবুজ রঙের লেহেঙ্গা। তাঁর কথায়, “শাশুড়ি বলল, এমনিতে তো সব সময়ই পরা হয়, লেহেঙ্গাই ভাল লাগবে।”
খাওয়া দাওয়া
খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়েছে বিস্তর। রয়েছে কন্টিনেন্টাল থেকে শুরু করে চাইনিজ… এ ছাড়াও নর্থ ইন্ডিয়ান খাবারও থাকবে। থাকবে বাঙালি খাবারও।
ইন্ডাস্ট্রির চেনামুখ
সোহিনী জানালেন, ইন্ডাস্ট্রির প্রচুর মানুষকে আমন্ত্রণ জানান হয়েছে। তাঁর কথায়, “আমার অনস্ক্রিন মা সুভদ্রাদি আগে আমার একটি ধারাবাহিকে মায়ের ভূমিকায় অভিনয় করতেন জুনদি (মাল্য) থেকে শুরু করে, আমার সঙ্গে ময়ূরপঙ্খী ধারাবাহিকে অভিনয় করত সৌম্য, এ ছাড়াও নেতাজি ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করত, এখন ‘গঙ্গারাম’-এ আমার বিপরীতে রয়েছে অভিষেক তাঁদের সবাইকে আমন্ত্রণ জানান হয়েছে।” শুধু যে ক্যামেরার সামনের মানুষদের এমনটা নয় কিন্তু, তাঁর সঙ্গে কথার মাঝেই জানা গেল, ‘বিহাইন্ড দ্য ক্যামেরা’ অনেককে আমন্ত্রণ জানিয়েছেন সোহিনী।
হনিমুনের প্ল্যান
এ কথা জিজ্ঞাসা করতেই খানিক হতাশ সোহিনী। মুখ্য চরিত্রে অভিনয়, তাই ছুটি মেলেনি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। তাঁর কথায়, “আমাকে ছুটি দিলেই আমি যাব। আপাতত কোনও ছুটি নেই। তাই কোথাও যাওয়ার কোনও প্ল্যানও নেই।”
বুধবার বিকেলেই দক্ষিণ কলকাতায় বসতে চলেছে তাঁর বিয়ের আসর। লগ্ন সন্ধে ছয়টায়। আদপে কুচবিহারের মেয়ে সোহিনীর বাড়িতে কান পাতলেই এখন সানাইয়ের সুর, হাসাহাসি আর আনন্দ। আর হবু বর কল্লোল কী বলছেন? লাজুক হেসে অভিনেত্রীর উত্তর, “বর বলেছে, তৈরি থেকো, লগ্নের আগেই পৌঁছে যাব বিয়ের মন্ডপে…।”
অলংকরণ- অভীক দেবনাথ