সমুদ্রের ধারে ঘনিষ্ঠ রশ্মিকা-বিজয়, বিয়ের আগেই কি হানিমুনে গেলেন জুটি?
রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম গুঞ্জন বহুদিনের। তবে ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেম নিয়ে নানা কথা রটলেও, দুজনের কিন্তু মুখে কুলুপ। কিন্তু কথায় আছে না, যা রটে তার কিছুটা বটে।

রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার প্রেম গুঞ্জন বহুদিনের। তবে ইন্ডাস্ট্রিতে তাঁদের প্রেম নিয়ে নানা কথা রটলেও, দুজনের কিন্তু মুখে কুলুপ। কিন্তু কথায় আছে না, যা রটে তার কিছুটা বটে। রশ্মিকা-বিজয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা, যা রটল, তার অনেকটাই ঘটল। এই তারকা জুটির সোশাল মিডিয়ায় উঁকি দিলেই বুঝতে পারবেন, রশ্মিকা ও বিজয়ের প্রেম একেবারে জমজমাট। গুঞ্জনপাড়া তো বলছে, বিয়ের আগেই হানিমুনে উড়ে গিয়েছেন রশ্মিকা-বিজয়!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। ৫ এপ্রিল ছিল রশ্মিকার জন্মদিন। আর সেই জন্মদিন পালন করতে যে সমুদ্রে পাড়ি দেবেন রশ্মিকা, তা মোটামুটি জেনেই ফেলেছিল অনুরাগীরা। তবে অনুরাগীদের সারপ্রাইজ দিল রশ্মিকার ইনস্টাগ্রাম অ্য়াকাউন্টই। থুড়ি বলা ভালো, রশ্মিকা ও বিজয় দুজনেরই ইনস্টাগ্রাম।
এই তারকা জুটির ইনস্টাগ্রামে দেখা মিলল, সমুদ্র সৈকতের ছবি। একই সৈকতের ধারেই দুজনে আলাদা আলাদা ছবি তুললেন। তবে প্রেম লুকিয়ে রাখার চেষ্টা করলেও,বিজয় ও রশ্মিকার এই ইনস্টাগ্রাম দেখে দুয়ে দিয়ে চার করে ফেলেছেন নেটিজেনরা। অনেকে তো বলেই ফেললেন,এসব তো অনেক হল, বিয়ে কবে? নেটিজেনদের একাংশ তো আরও একধাপ এগিয়ে রশ্মিকা ও বিজয়কে জিজ্ঞাসা করেই ফেললেন, বিয়ের আগেই হানিমুনে নাকি!
View this post on Instagram





