‘…ভেবেছিলাম, সবাই আমাকে ভালবাসবেন’, হতাশায় ডুবে গেলেন অমিতাভের নাতি
Agastya Nanda: অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা এবং তাঁর স্বামী নিখিল নন্দার ছেলে অগস্থ। তাঁর প্রথম ছবি'দ্য আর্চিজ়' মুক্তি পাওয়ার আগে নাতিকে বাহবা জানিয়েছেন অমিতাভ। তার কাঁধে হাত রেখেছেন মামা অভিষেক বচ্চনও। তবে দাদু যতই পাশে থাকুক না কেন, শেষ কথা বলবে দর্শকই।

৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রথম ছবি ‘দ্য আর্চিজ়’। এর আগে কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি অগস্ত্যকে। তাই প্রথম ছবি নিয়ে অনেক আশা ছিল তাঁর মনে। ফারহান আখতারের বোন জ়োয়া আখতারের পরিচালনায় তৈরি হওয়া এই ছবি বড় পর্দায় নয়, মুক্তি পেয়েছিল ওটিটি প্লাটফর্মে। এবং তাতে কেবল অগস্ত্য নন, অভিনয় করেছিলেন শাহরুখ খানের কন্যা সুহানা খান। এটা সুহানারও ডেবিউ ছবি। ‘দ্য আর্চিজ়’-এ ডেবিউ করেছেন শ্রীদেবী-বনি কাপুরের কনিষ্ঠ কন্যা খুশিও।
‘দ্য আর্চিজ়’ ছবিটি স্ট্রিম করতে শুরু করার পরেই মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে দশকের থেকে। কারও ভাল লাগে, কারও মন্দ। অনেকে বলেন, কমিক ক্যারেক্টরগুলি পর্দায় ততটা ভাল লাগেনি, যতটা লেগেছিল বইয়ের পাতায়। এই মিশ্র প্রতিক্রিয়া কীভাবে গ্রহণ করতে হয়, তা বুঝতে পারতেন না অবশ্য। তিনি অনেকটা ভেঙে পড়েছিলেন যে কারণে। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমি ভেবেছিলাম আমাকে সকলের ভাল লাগবে। ‘দ্য আর্চিজ’ একটি রোজ়ি ছবি। কিন্তু তারপর দেখলাম, অনেকের ছবিটা ভাল লেগেছে, আবার অনেকেরই ভাল লাগেনি। প্রথম-প্রথম বুঝতে পারতাম না, কীভাবে সমালোচনা সামলাব। কিন্তু এখন ধীরে-ধীরে অনেক কিছুর সঙ্গেই ধাতস্থ হয়ে যাচ্ছি আমি।”
অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা এবং তাঁর স্বামী নিখিল নন্দার ছেলে অগস্থ। তাঁর প্রথম ছবি’দ্য আর্চিজ়’ মুক্তি পাওয়ার আগে নাতিকে বাহবা জানিয়েছেন অমিতাভ। তার কাঁধে হাত রেখেছেন মামা অভিষেক বচ্চনও। তবে দাদু যতই পাশে থাকুক না কেন, শেষ কথা বলবে দর্শকই। আগামীদিনে হয়তো অগস্ত্যকে ভাল লাগবে তাঁদের।





