পরিবারে মৃত্যু, শোকে পাথর আল্লু, শুটিং থেকে তড়িঘড়ি ফিরলেন বাড়িতে
'পুষ্পা ২' ছবি মুক্তির পর থেকেই যেন একের পর এক ঝড় যাচ্ছে আল্লুর ওপর থেকে। ইডির নজরে পড়ার পর থেকেই বেজায় সমস্যায় পড়তে হয় তাঁকে। যদিও সেই ঝড় কাটিয়ে উঠেছেন তিনি। ফিরেছেন কাজে।

আল্লু অর্জুন, প্যান ইন্ডিয়ায় এখন বড় নাম। জনপ্রিয় এই অভিনেতা এখন অভিনয় গুনে সকলের মনে জায়গা করে নিয়েছেন। তাঁর ছবি মুক্তির অপেক্ষায় মুখিয়ে থাকেন সকলে। তিনিও এখন ব্যস্ত তাঁর আগামী ছবির শুটে। তবে আচমকাই ঘটল অঘটন। শুটিং সেটেই খারাপ খবর পেলেন নায়ক। প্রয়াত তাঁর ঠাকুমা। খবর পাওয়া মাত্রই শোকে ভেঙে পড়েন অভিনেতা। ছোট থেকেই ঠাকুমার কাছে বেড়ে ওঠা। কাছের মানুষকে হারিয়ে মুহূর্তে শুটিং থামিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিলেন তিনি। অল্লু কনকারত্নমের প্রয়াণের খবর পৌঁছে যায় আল্লুর তুতো ভাই রাম চরণের কাছেও। তিনিও তড়িঘড়ি বাড়ির পথে রওনা হয়েছেন বলে খবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর।
‘পুষ্পা ২’ ছবি মুক্তির পর থেকেই যেন একের পর এক ঝড় যাচ্ছে আল্লুর ওপর থেকে। ইডির নজরে পড়ার পর থেকেই বেজায় সমস্যায় পড়তে হয় তাঁকে। যদিও সেই ঝড় কাটিয়ে উঠেছেন তিনি। ফিরেছেন কাজে। আবারও পরিবারে শোকের ছায়া। বর্তমানে খুব একটা ক্যামেরার সামনে আসছেন না তিনি। কারণ একটাই, তাঁর নতুন ছবির লুক। তবে এবার আর না ফিরে উপায় নেই। দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করছেন তিনি। বর্তমানে অ্যাটলিও সিনেপাড়ায় এক বড় নাম। সম্প্রতি তাঁর পরিচালিত ছবি জওয়ান-এর জন্যে জাতীয় পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। আবার অন্যদিকে আল্লু অর্জুনও পুষ্পা ছবির জন্যে পেয়েছেন জাতীয় পুরস্কার। ফলে এবার আল্লু অ্যাটলি জুটি কতটা ঝড় তোলে, তা দেখার জন্যে মুখিয়ে রয়েছেন সকলে। তারই শুটে ব্যস্ত ছিলেন নায়ক। এরই মাঝে দুঃসংবাদ পেতেই দ্রুত ফিরলেন তিনি বাড়িতে।
