ফাগুন সন্ধেয় জুড়ল মন, বিয়ে করেই অনুপম বললেন, ‘নতুন করে…’
Anupam Roy Marriage: ঠিক যেমনটা বলেছিলেন, হল তেমনটাই। আইনি বিয়ে সেরেছিলেন গতকাল অর্থাৎ ১ মার্চ। এ দিন ফাল্গুনি সন্ধেয় শহরের এক অভিজাত এলাকায় রিসেপশন পার্টির আয়োজন করলেন অনুপম রায় ও প্রশ্মিতা পাল। ছিমছাম বিয়ে, ছিমছাম সাজ, অতিথিরাও সীমিত। প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ছবি।
ঠিক যেমনটা বলেছিলেন, হল তেমনটাই। আইনি বিয়ে সেরেছিলেন গতকাল অর্থাৎ ১ মার্চ। এ দিন ফাল্গুনি সন্ধেয় শহরের এক অভিজাত এলাকায় রিসেপশন পার্টির আয়োজন করলেন অনুপম রায় ও প্রশ্মিতা পাল। ছিমছাম বিয়ে, ছিমছাম সাজ, অতিথিরাও সীমিত। প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ছবি। শেয়ার করলেন অনুপমই। একের পর এক আলোচনা-সমালোচনার যেন সাময়িক স্ত্রী। স্ত্রীকে পাশে নিয়ে গায়ক লিখলেন, ‘নতুন করে’। না আর ‘বাউন্ডুলে’ নন তিনি, ঘুড়ির লাটাই জমা পড়েছে প্রশ্মিতার হাতে… এই আকাশে সেই আকাশে ঘোরাঘুরিও না হয় বাদই থাক। আপাতত প্রশ্মিতার আকাশ উড়ান নিলেন তিনি।
পরেছিলেন লোপামুদ্রা মিত্রের ডিজাইন করা পোশাক। ওদিকে প্রশ্মিতার সাজে ছিল না জাঁকজমক। বেনারসী সঙ্গে হালকা গয়না আর হালকা মেকআপ, ব্যস এইটুকুই। টিভিনাইন বাংলাকে প্রশ্মিতা আগেই জানিয়েছিলেন বাড়াবাড়ি চান না। একেবারেই অল্প মানুষদের নিয়ে হবে বিয়ের অনুষ্ঠান। আর হলও ঠিক তেমনটাই। বিয়ে করলেন ওঁরা। নতুন করে শুরু হল নতুন পথচলা।
View this post on Instagram