Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive: ‘এত তদন্তের পর যদি আদালত এই সিদ্ধান্ত পৌঁছায়…’, তিলোত্তমা কাণ্ডে রায় শুনে খানিক চুপ অপরাজিতা

Aparajita Addya: এক কর্মরত চিকিৎসকের এ কী ভয়ানক হত্যাকাণ্ড! অবশেষে ৫ মাস পর বিচার পেল তিলোত্তমা, তবে সত্যি কি বিচার পেল? নাকি এখনও কিছুটা বাকি, TV9 বাংলায় প্রশ্ন তুললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। 

Exclusive: 'এত তদন্তের পর যদি আদালত এই সিদ্ধান্ত পৌঁছায়...', তিলোত্তমা কাণ্ডে রায় শুনে খানিক চুপ অপরাজিতা
Follow Us:
| Updated on: Jan 20, 2025 | 5:03 PM

অপরাজিতা আঢ্য, প্রথম থেকেই যিনি তিলোত্তমা কাণ্ডে বিচার চেয়ে সরব হয়েছেন সর্বত্র। কখনও মিছিলে হেঁটেছেন, কখনও আবার সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলেছেন। চিৎকার করে প্রশ্ন করেছেন, মহিলাদের নিরাপত্তা নিয়ে। খাস কলকাতার বুকে ঘটে যাওয়া ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। এক কর্মরত চিকিৎসকের এ কী ভয়ানক হত্যাকাণ্ড! অবশেষে ৫ মাস পর বিচার পেল তিলোত্তমা, তবে সত্যি কি বিচার পেল? নাকি এখনও কিছুটা বাকি, TV9 বাংলায় প্রশ্ন তুললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

TV9 বাংলাকে অভিনেত্রী বললেন, “এতদিন ধরে এত তদন্ত করে যদি এই সিদ্ধান্তে পৌঁছানো যায়, যে সঞ্জয় রাই ছাড়া আর কেউ দোষী নন, সেখানে কিছু বলার নেই। মানুষ অনেক চেষ্টা করেছে, যথেষ্ট তদন্ত হয়েছে, তারপরেও যদি এই সিদ্ধান্ত হয়ে থাকে সঞ্জয়ই দোষী, এজেন্সি, আদালত যদি তেমনটাই মনে করে থাকে, তেমনই রায় দিয়ে থাকে, তবে নিঃসন্দেহে ওই দোষী। আশা করি এটা এখানে থেমে থাকবে না। তদন্ত চলবে। দেখা যাক। কিছু তো বলার নেই। কারণ আদালত হচ্ছে সবার ওপরে, তার ওপরে তো কিছু বলার নেই। এত তদন্তের পর যদি আদালত এই সিদ্ধান্ত পৌঁছায়, তবে আমি কী বলব? সাধারণ মানুষ কী বলবে?”

প্রসঙ্গত, শনিবার তিলোত্তমার ঘটনায় সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করে আদালত। এরপর সোমবার তার সাজা শোনায়। অপরাধীর আইনজীবীরা তার মৃত্যদণ্ড ঠেকাতে উঠেপড়েও লেগেছিলেন। অন্যদিকে, সিবিআই প্রথম থেকেই সওয়াল করছিল যাতে সঞ্জয়কে সর্বোচ্চ সাজা দেওয়া হয়। অপরদিকে, নাগরিক সমাজের একাংশ চাইছিল দোষী সঞ্জয়ের যাতে ফাঁসি হয়। এমনকী, শনিবার বিভিন্ন জায়গায় প্রতীকী ফাঁসি মঞ্চ বানানো হয়। তবে দেখা গেল আজ বিচারক অনির্বাণ দাস দোষী সঞ্জয় রাইকে আমৃত্যু যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন।