AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exclusive: আরিয়ান খানের সিরিজে বাংলার মেয়ে ইশিকা, পরিচালক হিসেবে কেমন ছিলেন শাহরুখপুত্র?

ফিল্ম সমালোচকদের মতে, প্রথম সিজনেই আরিয়ান বুঝিয়ে দিয়েছেন, তিনি একেবারে 'বাপ কা বেটা'। তবে আরিয়ানের এই সিরিজে নজর কেড়েছেন বাংলার মেয়ে ইশিকা দে-ও। 'সেক্রেড গেম' সিরিজে নওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে অভিনয় করে যে মেয়ের গায়ে তকমা পড়েছিল ভাইরালকন্যার সেই মেয়ে এখন বলিউডের ব্যস্ত অভিনেত্রী।

Exclusive: আরিয়ান খানের সিরিজে বাংলার মেয়ে ইশিকা, পরিচালক হিসেবে কেমন ছিলেন শাহরুখপুত্র?
| Updated on: Sep 20, 2025 | 7:02 PM
Share

নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে শাহরুখপুত্র পরিচালক আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্য়াডস অফ বলিউড’। ইতিমধ্য়েই সাড়া ফেলেছে এই সিরিজ। ফিল্ম সমালোচকদের মতে, প্রথম সিজনেই আরিয়ান বুঝিয়ে দিয়েছেন, তিনি একেবারে ‘বাপ কা বেটা’। তবে আরিয়ানের এই সিরিজে নজর কেড়েছেন বাংলার মেয়ে ইশিকা দে-ও। ‘সেক্রেড গেম’ সিরিজে নওয়াজুদ্দিন সিদ্দিকির সঙ্গে অভিনয় করে যে মেয়ের গায়ে তকমা পড়েছিল ভাইরালকন্যার, সেই মেয়ে এখন বলিউডের ব্যস্ত অভিনেত্রী। অভিনয় করেছেন বাংলা ছবিতেও। তা আরিয়ান খানের সঙ্গে কাজ করে কেমন অভিজ্ঞতা সেই ইশিকার? টিভি ৯ বাংলা ডিজিটালকে জানালেন সবটা।

কীভাবে এল সুযোগ?

অডিশন দিয়েই এই সিরিজে সুযোগ পেয়েছেন ইশিকা। প্রথমে অবশ্য স্পষ্ট না করেছিলেন। কেননা, চরিত্রটা সেভাবে ইশিকার কাছে ফাঁস করতে চাননি সিরিজের টিম। পরে গল্পের আভাস পেয়ে হ্য়াঁ করেন। ইশিকা জানান, ”আরিয়ান খুবই পারফেকশনিস্ট। নিজে হাতে বেছে নিয়েছিলেন অভিনেতাদের। তা বড় চরিত্র হোক বা ছোট। ওর সঙ্গে কাজ করেও সেটাই বুঝেছি। আরিয়ানের কাছে সব কিছুই পারফেক্ট হওয়া চাই ।”

কোন চরিত্রে দেখা যাচ্ছে ইশিকাকে?

ইশিকার কথায়, ”আমাকে দিয়ে সিজন এন্ড হচ্ছে। এই সিজনে আপাতদৃষ্টিতে আমার চরিত্রটা ছোট বলে মনে হবে। কিন্তু যেহেতু আমাকে দিয়ে সিজন এন্ড হচ্ছে, সুতরাং বোঝাই যাচ্ছে, পরের সিজনে চমক রয়েছে। এর থেকে বেশি আর কিছুই বলতে পারব না। এটা আমার কাছে সত্য়িই খুব বড় পাওনা।”

Koushani (1)

শাহরুখের ছেলে বলে কী আরিয়ানের অহংকার বেশি?

ইশিকার কথায়, ”আরিয়ান দারুণ মানুষ। আর সবচেয়ে বড় কথা হল,ওর সঙ্গে দেখা হওয়ার পর আরও ভাল করে বুঝতে পারলাম, শাহরুখ, মানুষ হিসেবে কত বড়। খুব ভাল বড় করেছেন ছেলেমেয়েকে, তা আরিয়ানকে দেখে বোঝা যায়। আরিয়ান খুব পরিশ্রমি, ডাউন টু আর্থ, খুব ভদ্র। কোনও শো অফ নেই, সিনিয়র, জুনিয়র আর্টিস্ট নির্বিশেষে সবার সঙ্গে একই রকম ব্যবহার করে। যেটা সত্যিই প্রশংসা করার মতো। সবাই যাতে বুঝতে পারে, সেই কারণে শুটিং ফ্লোরে হিন্দিতে কথা বলত। শাহরুখের ছেলে বলে  কোনও অহংকার ছিল না। এরকমও হয়েছে, ঘরে হয়তো একটা চেয়ার রয়েছে, যেখানে আরিয়ান বসেছিল। অন্য সবাই ঘরে ঢুকতেই আরিয়ান সবার সঙ্গে মাটিতে বসে পড়েন। আর হ্য়াঁ, আরিয়ান খুবই পারফেকশনিস্ট। প্রতিটি অভিনেতাকে তাঁদের চরিত্র সম্পর্কে নিজেই বিস্তারিত বোঝাতেন। তা ছোট হোক বা বড় অভিনেতা। সবার সঙ্গে একই রকম ব্যবহার। ছোট ছোট ব্যবহারেই প্রমাণ করে দেয়, আরিয়ান মানুষ হিসেবে কতটা ভাল।”