সব জায়গায় নিজের নাম দেখছে দেবী, হার্টে দু’টো ফুটো ছিল তার, এখন কেমন আছে বিপাশা-কন্যা?
Bipasha Basu: ২০২৩ সালে জন্ম হয় দেবীর। জন্মের সময় হৃদযন্ত্রে দুটি ফুটে ছিল তাঁর। জন্মের তিনদিনের মধ্যেই জানা গিয়েছিল তা। বাড়ির বড়দের বিষয়টি জানাননি বিপাশা এবং তাঁর স্বামী অভিনেতা করণ সিং গ্রোভার। পুরো বিষয়টাই নিজেরা সামলেছিলেন। তিনদিনের ছোট্ট দেবীর অস্ত্রোপচার হয়। এবং তাঁকে অনেকগুলো দিন থাকতেও হয় হাসপাতালের চাইল্ড ইনটেন্সিভ কেয়ার ইউনিটে।
বিপাশা বসুর ছোট্ট মেয়ে দেবী এখন বড় হচ্ছে আস্তে-আস্তে। ধীরে-ধীরে হাঁটতে শিখছে সে। হামাগুড়ি দিতে পারে সে। ‘জিম ফ্রিক’ মায়ের সঙ্গে এক্সারসাইজ়ও করছে দেবী। এবং যোগা ম্যাটে লেখা অক্ষর পরার চেষ্টা করছে। দেবী মনে করে, সব ইংরেজি অক্ষরই তাঁর নাম। সম্প্রতি বাড়িতে এক্সারসাইজ় করছিলেন বিপাশা। সেই সময় দেবী এসে যোগা ম্যাটের অক্ষরগুলিতে ছোট্ট-ছোট্ট আঙুল বুলিয়ে নিজের নাম বলতে শুরু করে। বিপাশা মেয়েকে জড়িয়ে ধরে বলেন, “সব জায়গাতেই তুমি দেবী নামটা দেখতে পাচ্ছ…!”
২০২৩ সালে জন্ম হয় দেবীর। জন্মের সময় হৃদযন্ত্রে দুটি ফুটে ছিল তাঁর। জন্মের তিনদিনের মধ্যেই জানা গিয়েছিল তা। বাড়ির বড়দের বিষয়টি জানাননি বিপাশা এবং তাঁর স্বামী অভিনেতা করণ সিং গ্রোভার। পুরো বিষয়টাই নিজেরা সামলেছিলেন। তিনদিনের ছোট্ট দেবীর অস্ত্রোপচার হয়। এবং তাঁকে অনেকগুলো দিন থাকতেও হয় হাসপাতালের চাইল্ড ইনটেন্সিভ কেয়ার ইউনিটে।
View this post on Instagram
সেই সময়টায় বড্ড বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন বিপাশা এবং করণ। প্রচণ্ড খারাপ সময় দিয়ে যাচ্ছিলেন তাঁরা। ক্রমাগতভাবে প্রার্থনা করছিলেন। তাঁর ‘ফাইটার’ ছবির প্রচারের সময় করণ সংবাদ মাধ্যমকে বলেছিলেন, “আমার কন্যা দেবী আমার দেশা সেরা ফাইটার। জন্মের পর জানতে পারি ওর হার্টে দুটো ফুটো। জন্মের পরপরই সেই কঠিন অস্ত্রোপচার হয়েছিল দেবীর। সময়টা আমার এবং বিপাশার জন্য খুবই কঠিন ছিল। কিন্তু ঈশ্বর আমাদের সহায় ছিলেন। সেই কঠিন সময়টা আমরা পেরিয়ে এসেছি। দেবী এখন অনেকটাই ভাল আছে। ও এখন সম্পূর্ণ সুস্থ। ধীরে-ধীরে বড় হচ্ছে।”