Amitabh Bachchan: পাকিস্তানের বালক ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত? অমিতাভের পোস্টে মেজাজ হারাল নেটপাড়া
Viral Video: সোশ্যাল মিডিয়ায় বর্তমানে দাপটের সঙ্গে রাজত্ব করছে এই শিশুটি। তবে সে পাকিস্তানের বাসিন্দা। তার সঙ্গে ভারতীয় ক্রিকেট টিমের কোনও সংযোগই নেই। প্রসঙ্গত, এদিন অমিতাভ আরও একটি মজার ভিডিয়ো শেয়ার করে ছিলেন।
অমিতাভ বচ্চন বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। মাঝে মধ্যেই তিনি নানা মজার পোস্ট করে থাকেন ভক্তদের জন্য। কখনও কোনও প্রতীভার প্রশংসা, কখনও আবার কোনও বিশেষ দিনের শুভেচ্ছাবার্তা। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় নিত্য তাঁর পোস্ট পেয়ে অভ্যস্থ। সদ্য এক বড় ঝক্কি সামলাতে হচ্ছে অমিতাভ বচ্চনকে। তারই মাঝে আবারও ট্রোলের শিকার তিনি। ভারতের ক্রিকেট টিমকে নিয়ে এ কেমন মন্তব্য করলেন অভিনেতা। এক ছোট্ট শিশুর ভিডিয়ো শেয়ার করে তিনি লিখলেন, ভারতের ক্রিকেটের ভবিষ্যত সুরক্ষিত হাতেই রয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে ছোট্ট শিশুটি একের পর এক পার্ফেক্ট শট মারছে। যা দেখে বাহবা দিচ্ছে গোটা নেটপাড়া। কিন্তু ভুল হয়ে গেল একটি জায়গাতেই। প্রতীভার কোনও দেশ বিদেশ হয় না। প্রশংসা করার মতোই খেলছিল ছেলেটি। কিন্তু তাঁকে ভারতীয় ক্রিকেট টিমের ভবিষ্যত বলাতেই ঘটল বিপত্তি। চরম ট্রোলের শিকার হতে হল অভিনেতাকে। কেউ ভুল ধরিয়ে দিয়ে বললেন শিশুটি পাকিস্তানের। কেউ আবার অমিতাভের চরম নিন্দা করলেন।
সোশ্যাল মিডিয়ায় বর্তমানে দাপটের সঙ্গে রাজত্ব করছে এই শিশুটি। তবে সে পাকিস্তানের বাসিন্দা। তার সঙ্গে ভারতীয় ক্রিকেট টিমের কোনও সংযোগই নেই। প্রসঙ্গত, এদিন অমিতাভ আরও একটি মজার ভিডিয়ো শেয়ার করে ছিলেন। এক ব্যক্তি নিজের পাখা নিজেই বানিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কি ভাবছেন, বহু টেকনোলজি বেরিয়েছে, যেখানে পাখা গলায় ঝুলিয়ে ব্যাটারিতে চালানো যাচ্ছে এমন কিছু? না তেমন কোন ভিডিয়ো নয়। বরং খুব সহজ সরল এক উপায় নিজেকে ঠাণ্ডা রাখছেন এক পথ চলতি ব্যক্তি। তা চোখে পড়তেই শেয়ার করে বসলেন অমিতাভ বচ্চন। গরমের রাতে মাথায় টাক কিন্তু টিকিটি রেখেছেন বেশ বড়। আর সেটাই নিজেকে ঠাণ্ডা রাখতে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছেন।
View this post on Instagram