Arpita Khan: সলমনের বোনের বাড়িতে চুরি, চোর লুকিয়ে বাড়ির অন্দরেই
Arpita Khan: বলিউডের ভাইজান তিনি, বড় পর্দায় দুষ্টের দমন করেন নিজের হাতে। এ হেন সলমন খানের বোন অর্পিতা খানের বাড়িতেই চুরি। পুলিশের দ্রুত পদক্ষেপে ধরা পড়ল চোরও।
বলিউডের ভাইজান তিনি, বড় পর্দায় দুষ্টের দমন করেন নিজের হাতে। এ হেন সলমন খানের বোন অর্পিতা খানের বাড়িতেই চুরি। পুলিশের দ্রুত পদক্ষেপে ধরা পড়ল চোরও। চোর কিন্তু অচেনা নয়, অর্পিতার জীবনের দীর্ঘ দিনের অঙ্গ সে। কে জানেন? কিছু দিন আগেই অর্পিতার নজরে আসে তাঁর সাধের হীরের দুল জোড়া উধাও। এর পরেই থানায় অভিযোগ দায়ের করেন অর্পিতা। সন্দেহের তীর যায় তাঁর বাড়ির পরিচারক সন্দীপ হেগড়ের দিকে। কারণ চুরির ঘটনা ঘটার পরেই উধাও হয়ে যান সন্দীপ। বিগত বেশ কিছু মাস আগে অর্পিতার বাড়িতে পরিচারকের কাজ নিয়ে তিনি ঢোকেন। সন্দীপ গা ঢাকা দেওয়ায় মুম্বইয়ের ভিলে পার্লে ইস্টের যে বস্তিতে সে থাকত, সেখানে হানা দেয় পুলিশ। তার বাড়িতেই মেলে অর্পিতার দুল। যার বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। এর পরেই ভারতীয় দন্ডবিধির ৩৮১ নম্বর ধারায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কিছু মাস বহুমূল্য সম্পত্তি খোয়া গিয়েছিল রজনীকান্তের মেয়ের বাড়ি থেকেও। সেখানেও কাঠগড়ায় ছিলেন বাড়ির দীর্ঘদিনের পরিচারক। প্রসঙ্গত, দিন কয়েক আগেই কলকাতায় এসেছিলেন সলমন খান। সঙ্গে এসেছিলেন তাঁর বোনঝি ও বোনের বর আয়ুষ শর্মা। কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবে জমিয়ে পারফর্ম করতে দেখা যায় তাঁকে। পারফর্ম করেন আয়ুষও।
সলমনের বোন হওয়ার সুবাদে বি-টাউনের সঙ্গে বেশ ভালই যোগাযোগ অর্পিতার। ২০১৪ সালে আয়ুষ শর্মার সঙ্গে তাঁর বিয়ে হয়। আয়ুষ শর্মার আগে অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অর্পিতা। কিন্তু সেই প্রেম টেকেনি। এই মুহূর্তে অর্জুন অর্পিতার প্রাক্তন বৌদি মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে। অন্যদিকে আয়ুশের সঙ্গে সম্পর্কে খুশি অর্পিতা। তাঁদের দুই সন্তান রয়েছে। সম্প্রতি ইদ উপলক্ষে পার্টি দিয়েছিলেন অর্পিতা। ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে আমির খান, কঙ্গনা রানাওয়াতসহ হাজির ছিল গোটা বলিউড।
View this post on Instagram