Naseeruddin Shah: ‘বিকিনি পরতে হবে’, পরিচালকের প্রস্তাব পেয়ে কী করেছিলেন নাসিরুদ্দিন
Bollywood Gossip: বোল্ড লুক হোক কিংবা কোনও নিরিহ ব্যক্তি, সব চরিত্রতেই তিনি সেরার সেরা। তাই বলে কোথাও গিয়ে যদি তাঁর মতো অভিনেতাকে বিকিনি পরার আর্জি জানান হয়, তবে কী তিনি তা এক সথায় মেনে নিতেন? এমন প্রস্তাব সত্যি পেয়েছিলেন অভিনেতা।
নাসিরুদ্দিন শাহ, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, একটা সময় পর্দায় যাঁর উপস্থিতি মানেই ছবির জন্য বাড়তি মাইলেজ। আজও তাঁর পর্দায় উপস্থিতি সমানভাবে ভক্তমনে ঝড় তোলে। অভিনয়কে যিনি ধ্যানজ্ঞান মনে করতেন, তিনি চরিত্রের চাহিদায় যে কতদূর যেতে পারতেন, তার প্রমাণ মিলেছে একাধিকবার, সে নায়ক হোক বা খলনায়ক, বোল্ড লুক হোক কিংবা কোনও নিরিহ ব্যক্তি, সব চরিত্রতেই তিনি সেরার সেরা। তাই বলে কোথাও গিয়ে যদি তাঁর মতো অভিনেতাকে বিকিনি পরার আর্জি জানান হয়, তবে কী তিনি তা এক সথায় মেনে নিতেন? এমন প্রস্তাব সত্যি পেয়েছিলেন অভিনেতা।
সাল ১৯৯২, মুক্তি পেয়েছিল ছবি তহেলকা। ছবির পরিচালক অনিল শর্মা। তিনি নিজেই এক সাক্ষাৎকাকে বলেছিলেন, ”এই ছবির শুটিং-এর সময় মাঝপথে নাসিরুদ্দিন শাহ, আদিত্য পাঞ্চলী ও জাভেদ জাফরিকে বিকিনি পরার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রস্তাব শোনা মাত্র কী বলেছিলেন নাসিরুদ্দিন? তিনি এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন। নাসিরুদ্দিন শাহ বিকিনিতে, সকলেই চমকে গিয়েছিলেন। মানুষের মধ্যে উত্তেজনা চরমে উঠেছিল। এখনও সবাই আমায় জিজ্ঞেস করেন, কীভাবে আমি ওঁকে রাজি করিয়েছিলাম?”
নাসিরুদ্দিন পরিচালককে বলেছিলেন, ”যখন আপনি আমায় কুর্তা, পাজামা পরতে বলেন আমি তো প্রশ্ন করি না, কিন্তু যখন বিকিনি পরতে বলছেন আমি কীভাবে তা নিয়ে আপত্তি করতে পারি? পরিচালক যে চরিত্র দিচ্ছেন আমি তাতে অভিনয় করছি। আমি তো বাস্তবে এমন কিছু করছি না।” একদিকে যেমন একাধিকস্টারের একগুচ্ছ শর্ত থাকে অভিনয় করার ক্ষেত্রে, সেখানে দাঁড়িয়ে চরিত্রের চাহিদা মেটাতে যে কোনও কাজই করতে রাজি ছিলেন তিনি। নাসিরুদ্দিন শাহকে নিয়ে কাজ করা মানে এক ধাক্কায় অনেক ঝক্কি পেরিয়ে নেওয়া বলেই মনে করতে অনেকে। খুব সহজেই তিনি চরিত্রে প্রবেশ করতে জানতেন। যার ফলে কাজ অনেকটাই সহজ হয়ে যেত।