Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jacqueline Fernandez: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জ্যাকলিনের মা, কাছে নেই মেয়ে

আচমকা অসুস্থ হয়ে পড়েন জ্যাকলিনের মা। এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আপাতত তাঁর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় মেয়ে। একদিকে মায়ের চিন্তা অন্যদিকে নিজেও বিগত বেশ কিছু মাস ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে জ্যাকলিন।

Jacqueline Fernandez: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জ্যাকলিনের মা, কাছে নেই মেয়ে
জ্যাকলিন
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2022 | 1:44 AM

হাসপাতালে ভর্তি জ্যাকলিন ফার্নান্দেজের মা। হাসপাতাল সূত্র খবর হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। যদিও এই কঠিন সময়ে মায়ের পাশে থাকতে পারছেন না জ্যাকলিন। তিনি রয়েছেন মুম্বইয়ে। অন্যদিকে মা রয়েছেন বাহারিনে। পারস্য উপসাগরের পশ্চিম দিকে এই দ্বীপপুঞ্জেই বাড়ি অভিনেত্রীর বাবা-মা’য়ের।

সেখানেই এ দিন আচমকা অসুস্থ হয়ে পড়েন জ্যাকলিনের মা। এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আপাতত তাঁর সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় মেয়ে। একদিকে মায়ের চিন্তা অন্যদিকে নিজেও বিগত বেশ কিছু মাস ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে জ্যাকলিন।

যত দিন যাচ্ছে প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরকে নিয়েই ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। একই সঙ্গে চর্চা চলছে জ্যাকলিন ও সুকেশের সম্পর্ক নিয়েও। দামী দামী উপহারে ভরিয়ে দেওয়ার পাশাপাশি জ্যাকলিনকে হলিউড ছবিতেও কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সুকেশ, এমনটা জানাচ্ছে ইন্ডিয়া টুডে-র এক প্রতিবেদন। এখানেই শেষ নয়, ভারতে অত্যাধুনিক ভিএফএক্স যুক্ত এক নারীকেন্দ্রিক সুপার হিরো চরিত্রে জ্যাকলিনকে কাস্ট করার ইচ্ছেও নাকি প্রকাশ করেছিলেন নিজেকে সান টিভির অধিকর্তা বলে দাবি করা ওই ব্যক্তি।

শুধু হলিউডই নয়, দক্ষিণী ছবিতে বড় বড় চরিত্র থেকে শুরু করে ওয়েব সিরিজে কাজের প্রলোভনও জ্যাকলিনকে দিয়েছিলেন সুকেশ। একই সঙ্গে তাঁকে তুলনা করেছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গেও, যার ফলে জ্যাকলিনও নাকি মন দিয়ে বসেন সুকেশকে। তাঁর উপহারের তালিকাও নেহার কম ছিল না। ইডি সূত্রে জানা গিয়েছে ৫২ লক্ষ টাকার সাদা ঘোড়া ও ৯ লক্ষ টাকার পারশিয়ান বিড়াল অভিনেত্রীকে উপহার দিয়েছিলেন ওই ব্যক্তি। এ ছাড়াও দুই জোড়া হীরের কানের দুল, দুটি হারমাস ব্রেসলেট, বার্কিন ব্যাগ, দামী গাড়ি এসবই ছিল উপহারের তালিকায়। শোনা যাচ্ছে, সুকেশের সঙ্গে নাম জড়াতেই নাকি বলিউডে কাজও কমতে শুরু করেছে জ্যাকলিনের।