Social Media Trolling: ‘আপনি কি অন্তঃসত্ত্বা!’ ৫০ পাউন্ড ওজন বাড়িয়ে বডি শেমিং-এর শিকার নার্গিস
Body Shamming: কখনও ৫০ পাউন্ড বাড়ানো, কখনও ৪০ পাউন্ড কমানো, ভক্তদের মন রাখতে শরীরের ওজন নিয়ে নাজেহান নার্গিস।
নার্গিস ফাকরি, যাঁর টোন্ড ফিগারের জন্য বরাবর তাঁকে পছন্দের তালিকাতে রেখেছে ভক্তমহল, তিনি এবার উল্টো পথের পথিক। শরীরের মেদ নিয়ে বেজায় বিপাকে সেলেব। ফিগার নিয়ে কড়া সমালোচনা সেলেব মহলের কাছে নতুন কিছু নয়। কখনও অতিরিক্ত রোগা, কখনও আবার মোটা হয়ে যাওয়া নিয়ে বলি শেমিং, নানা রকমের কু-মন্তব্য, নয়তো ঢিলে ঢালা পোশাক পরা মানেই অন্তঃসত্ত্বার তকমা। সেই তালিকা থেকে বাদ পড়লেন না নার্গিস ফাকরিও।
বি-টাউনে তাঁর বেশ পসার। ভাল অভিনয়ের পাশাপাশি তাঁর বোল্ড ফ্যাশন লুককে ঘিরেও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে থাকেন তিনি বারে বারে। কিন্তু শুরুতে ছিল অন্যছবি। বরাবরই তিনি বেশ রোগা, শরীরে মেদ কম। তাই প্রথম দিকে মিলত উপদেশ, শরীরে কিছু নেই, তাই রাতারাতি গরন ঠিক করার দিকে দিয়েছিলেন তিনি নজর, চেষ্টা করেছিলেন ধীরে ধীরে প্রপার শেপে আসতে। সদ্য এক সাক্ষাৎকারে নিজের চেহারার ভোল বদল নিয়ে মুখ খুললেন নার্গিস। কয়েকদিন আগেও তাঁর শরীরের মেদ দেখে উঠছে নানা কথা, বাড়তি মেদের দাপটে তাঁকে সম্মুখীন হতে হচ্ছে অন্তঃসত্ত্বার মত প্রশ্নেরও।
View this post on Instagram
নার্গিসের কথায়, সুন্দর ফিগার সবাই পছন্দ করে, সেই সময় সকলেই প্রশংসা করে, পছন্দের তালিকায় রাখে, তবে তা যদি বজায় রাখতে না পায়া যায়, তবে ভক্তদের কাছে পরবর্তী অপশন তৈরি, তাঁরা ঘুরেও দেখবে না আর। ঠিক সেই প্রসঙ্গ টেনেই তিনি জানিয়েছিলেন, একটা সময় শরীরকে সঠিক শেপ দিতে তিনি রীতিমত কশরত করেছিলেন। ৫০ পাইন্ড ওজনও বাড়িয়েছিলেন। কিন্তু তার পরবর্তীতে যা ঘটে, সেও সমস্যার। বর্তমানে আর আগের চেনা লুকে তাঁকে দেখা যায় না। শরীরের নানা স্থানে মেদ জমে মাঝে তিনি নেটদুনিয়ার চোখের নট-পারফেক্ট। আর এতেই ক্ষোভ সেলেবের। গত দুবছরে তাঁর শরীরের ওজন বেড়েছে, এখন তিনি তা আয়ত্বে আনতে শরীরচর্চায় মন দিয়েছেন। কিন্তু তার মাঝেই যে সকল কমেন্ট তাঁর দিকে ধেয়ে আসছে, তা মোটেও কাম্য নয়। সেই দিকে নজর দিয়ে আবারও তিনি শরীরের ওজন কমাতে উদ্যোগী হন, ও বর্তমানে আবারও ৪০ পাউন্ড ওজন কমিয়ে ফিরছেন চেনা লুকে।
আরও পড়ুন- Alia-Ranbir Honeymoon: কেবল বিয়েই নয়, এবার ফাঁস আলিয়া-রণবীরের হানিমুন প্ল্যানিংও
আরও পড়ুন- Viral News: ‘অর্থের অভাবে এ সব করতে বাধ্য হয়েছি’, আত্মহত্যার কথা ভাবতেও পিছু পা হননি উরফি