ছবি থেকে বাদ পড়ার পর, শরীরে ‘অ্যান্টিবডি’ লোড করছেন অভিনেতা কার্তিক আরিয়ান!
নেগেটিভ হওয়ার পরদিন তিনি এক বিলাসবহুল গাড়ি কেনেন। লাম্বারগিনি উরুস। ছবি পোস্ট করে লেখেন, ‘এটি কিনেছি। তবে হতে পারে আমি ব্যয়বহুল জিনিসগুলির জন্য তৈরি হইনি’

কোভিডের টিকার প্রথম ডোজ় নিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। প্রায় সঙ্গে-সঙ্গে আপডেটও চলে গিয়েছে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তাঁর প্রতিটি পোস্টের ক্যাপশানে থাকে রসবোধ। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। কার্তিক তাঁর ছবি পোস্ট করে লেখেন, ‘এখন অ্যান্টিবডিস লোড হচ্ছে’। ‘পেয়ার কা পঞ্চনামা’ খ্যাত অভিনেতার মুখে ছিল কালো মাস্ক। তবে ছবিটি তোলার সময় তাঁর চওড়া স্মাইল ছিল স্পষ্ট। মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতাল থেকে ভ্যাকসিন নেন কার্তিক। কোভিডে আক্রান্ত হওয়ার তিন মাস পরে কার্তিক তাঁর প্রথম ডোজ পেলেন। গত মার্চ মাসে ভাইরাসে সংক্রামিত হন কার্তিক আরিয়ান। খবরটি শেয়ারও করেছিলেন। কয়েক সপ্তাহের মধ্যে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। ৫ এপ্রিল, তিনি লিখেছিলেন ১৪ দিনের বনবাস অবশেষে শেষ হচ্ছে।
View this post on Instagram
নেগেটিভ হওয়ার পরদিন তিনি এক বিলাসবহুল গাড়ি কেনেন। লাম্বারগিনি উরুস। ছবি পোস্ট করে লেখেন, ‘এটি কিনেছি। তবে হতে পারে আমি ব্যয়বহুল জিনিসগুলির জন্য তৈরি হইনি’
View this post on Instagram
কার্তিক আরিয়ান এমন একজন সেলিব্রিটি যিনি কোভিড সম্পর্কে সচেতনতা সম্পর্কিত পোস্ট করে গিয়েছেন কিন্তু একেবারে নিজস্ব স্টাইলে। গত মাসে কার্তিক নিজের একটি হাসিখুশি ছবি শেয়ার করে লেখেন, “করোনা অনাবৃত মুখের মধ্যে যেভাবে ঢুকবে …” সঙ্গে পোস্ট করেন এক হাঁ করা ডাইনোসরের মূর্তির সঙ্গে ছবি। কর্মক্ষেত্রে, কার্তিক আরিয়ানকে ‘ভুল ভুলাইয়া-২’ ছবিতে দেখা যাবে। ধর্মা প্রোডাকশনের ছবি ‘দোস্তনা ২’-এর অংশ ছিলেন কার্তিক কিন্তু গত এপ্রিলে প্রযোজনা সংস্থা জানায় যে তাঁরা ফিল্মের জন্য পুনরায় কাস্টিং করবেন। ছবি থেকে বাদ পড়েন অভিনেতা।
View this post on Instagram
আরও পড়ুন প্রিয় মানুষের জন্মদিনে আক্ষেপ রাহুলের, লিখলেন ‘যাকে পেয়েছি অনেক…গ্রহণ করতে পারিনি কিচ্ছুই’





