Raj Babbar: বিপাকে রাজ বব্বর, ২৬ বছর আগের মামলায় কারাদণ্ডের সাজা আদালতের
Raj Babbar: ঘটনাটি ১৯৯৬ সালের। ওই বছর সমাজবাদী পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি।
বিপাকে অভিনেতা তথা কংগ্রেস নেতা রাজ ব্ববর। ২৬ বছর আগের এক পুরনো মামলায় দু’ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল উত্তরপ্রদেশের আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল এক নির্বাচনী আধিকারিককে হেনস্থা করেছিলেন তিনি। এ ছাড়াও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে সাড়ে আট হাজার টাকা জরিমানাও করেছে সাংসদ ও বিধায়কদের জন্য বরাদ্দ ওই আদালত।
ঘটনাটি ১৯৯৬ সালের। ওই বছর সমাজবাদী পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। ভোটের সময় এক নির্বাচনী আধিকারিকের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারীর নাম শ্রী কৃষ্ণ সিং রানা। ওই ব্যক্তি অভিযোগ করেন, পোলিং বুথে ঢুকে কাজ বাধা দেওয়ার চেষ্টা করেছেন রাজ ও তাঁর সহকারীরা। এমনকি আঘাতের অভিযোগও আনা হয়েছিল নেতা-অভিনেতার বিরুদ্ধে। ওয়ারিগঞ্জ থানায় ভারতীয় সংবিধানের ১৪৩, ৩৩২, ৩৫৩, ৩২৩, ৫০৪, ১৮৮ ধারায় বব্বরের বিরুদ্ধে দায়ের হয় অভিযোগ। সেই অভিযোগেরই বিচারপ্রক্রিয়া শেষ হল এত বছর পর। রায়দানের দিন আদালতে হাজির ছিলেন রাজ বব্বর। জানা যাচ্ছে, উচ্চ আদালতে আবেদন করতে পারেন অভিনেতা।
১৯৫২ সালে উত্তর প্রদেশে জন্ম হয় রাজ বব্বরের। থিয়েটার নিয়ে পড়াশোনা করেন তিনি। দিল্লির ন্যাশানাল স্কুল অব ড্রামা থেকে পড়াশোনা করেছেন তিনি। বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ৯০-এর দশকে রাজনীতি যোগদান করেন রাজ। সমাজবাদী পার্টির হয়ে নিজের রাজনৈতিক কেরিয়ার শুরু করলেও ২০০৮ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন রাজ বব্বর।