রাজকুমার-শ্রদ্ধা এক ছবিতে, রমকমে জুটি বাঁধতে পারেন দুই তারকা
শ্রদ্ধা ছবিতে সম্মতি দিয়েছেন তবে এটা মুদাসসর পরিচালিত ছবি কি না তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে এও খবর জ্যাকি ভগনানী নিজে চান শ্রদ্ধা এবং রাজকুমারকে এক ছবিতে দেখতে।”

একের পর এক ছবিতে সাইন করে চলেছেন শ্রদ্ধা কাপুর। লভ রঞ্জনের পরবর্তী ছবিতে এবং তারপর, ‘চালবাজ ইন লন্ডন’। এও শোনা যাচ্ছে তাঁকে জ্যাকি ভাগনানীর পূজা এন্টারটেনমেন্ট প্রযোজিত এক রমকম ছবিতেও দেখা যাবে। বেশ কয়েক মাস ধরে আলোচনা চালাচ্ছেন শ্রদ্ধা। এবং প্রযোজকের একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশও করেছেন।
এক সূত্রের খবর, “শ্রদ্ধার পুরো ফিল্মি লাইন আপে রয়েছে জীবনভিত্তিক কিছু গল্প যা অত্যন্ত বাণিজ্যিকও বটে। তিনি জ্যাকির সঙ্গে বেশ কয়েকটি ছবি নিয়ে আলোচনা করছেন তবে তার কোনও ফলশ্রুতি ঘটেনি গত বছর। তবে এখন, তাঁরা যে স্ক্রিপ্টের সন্ধান করছিলেন তারা খুঁজে পেয়েছেন। সব কিছু ঠিকঠাক চললে, চলতি বছরে শুটিং শুরু করা হবে।”
View this post on Instagram
আরও যা খবর তা হল, এটা মুদাসসর আজিজ পরিচালিত ছবি চলেছে। “শ্রদ্ধা এবং রাজকুমার রাও এই ছবিটির জন্য ফের পর্দায় একসঙ্গে কাজ করতে পারেন। কমেডি ছবি হলেও একটা পরিণত বার্তা দেওয়ার প্রচেষ্টাও থাকবে ছবিতে। শ্রদ্ধা ছবিতে সম্মতি দিয়েছেন তবে এটা মুদাসসর পরিচালিত ছবি কি না তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে এও খবর জ্যাকি ভগনানী নিজে চান শ্রদ্ধা এবং রাজকুমারকে এক ছবিতে দেখতে।”
View this post on Instagram
আরও পড়ুন দিনরাত পরিশ্রম করছেন বাবিল খান, আক্ষেপ শুধু বাবা দেখে যেতে পারলেন না





