BTS ভক্তদের জন্য সুখবর, আসছে তাঁদের নতুন গান ‘বাটার’, কবে?

আগামী মাসের ২১ তারিখ মুক্তি পেতে চলেছে গানটি।

BTS ভক্তদের জন্য সুখবর, আসছে তাঁদের নতুন গান 'বাটার', কবে?
Follow Us:
| Updated on: Apr 27, 2021 | 11:18 PM

BTS ভক্তদের জন্য দারুণ খবর। প্রকাশ্যে আসতে চলেছে তাঁদের গান ‘বাটার’। আগামী মাসের ২১ তারিখ মুক্তি পেতে চলেছে গানটি। টুইটে এই খবর নিজেরাই জানিয়েছেন টিম BTS…

ব্যাণ্ডের অ্যাকাউন্ট থেকে ১৫ সেকেন্ডের এক ছোট্ট ক্লিপিংস শেয়ার করা হয়েছে। সেই ক্লিপিংসেই দেখা যাচ্ছে, মাখন আকৃতির একটি লাভ সাইন ক্রমশ গলে গলে পড়ছে। এ ভাবেই দেওয়া হয়েছে বার্তা। উচ্ছ্বসিত BTS ভক্তরা। ইংরেজি ভাষায় ওই ব্যাণ্ডের প্রথম ইংরাজি স্কোর ‘ডায়নামাইট’ হিট হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার অপেক্ষা ‘বাটার’-এর।

কোরিয়ান মিউজিক গ্রুপ হিসেবে BTS -ই প্রথম যারা গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছে। যদিও গ্র্যামি সম্মান পায়নি তাঁরা। তবু সারা বিশ্বে তাঁদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। BTS ভক্তরা পরিচিত BTS আর্মি হিসেবে।

আরও পড়ুন-গুরুতর অসুস্থ অনামিকা সাহা, চলছে অক্সিজেন, ফুসফুসেও ছড়িয়েছে সংক্রমণ