AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গুলি বর্ষণ হতেই দিশা পাটানির বাবাকে ফোন যোগী আদিত্যনাথের, কী কথা হল?

দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানিয়েছে মুম্বই পুলিশ। এই ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রারর ও লরেন্স বিষ্ণোই। ঘটনাটি ঘটে দিশার বরেলির বাড়িতে। তবে সেই সময় দিশা বাড়িতে ছিলেন না।

গুলি বর্ষণ হতেই দিশা পাটানির বাবাকে ফোন যোগী আদিত্যনাথের, কী কথা হল?
| Updated on: Sep 16, 2025 | 1:29 PM
Share

গত ১২ সেপ্টেম্বর. শুক্রবার ভোররাতে হঠাৎই বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলি বর্ষণ চলে। জানা যায়, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানিয়েছে মুম্বই পুলিশ। এই ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রারর ও লরেন্স বিষ্ণোই। ঘটনাটি ঘটে দিশার বরেলির বাড়িতে। তবে সেই সময় দিশা বাড়িতে ছিলেন না।

জানা গিয়েছে, এই ঘটনায় খোঁজ নিতে দিশার বাবা জগদীশ সিং পাটানিকে ফোন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ।

দিশার বাবা জগদীশ জানান, ” কপাল জোরে রক্ষা পেয়েছি। খুব বড় বিপদ হতে পারত। প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালিয়েছে বন্দুকবাজরা। আমার গায়েও গায়েও গুলি লাগত।” অভিনেত্রীর বাবা জানিয়ে ছিলেন, গত ১৪ সেপ্টেম্বর গভীর রাতে খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে ফোন করে খোঁজখবর নিয়েছেন। শুধু তাই নয়, দিশা পাটানির পরিবারের নিরাপত্তাও তিনি নিশ্চিত করেছেন বলে জানা গেল। দিশার বাবা জানিয়েছেন, ”১৪ সেপ্টেম্বর গভীর রাতে আমার কাছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ফোন আসে। ঘটনায় শোকপ্রকাশ করেন যোগীজি। পরিবারের সকলের খোঁজখবর নেন উনি। এবং জানান, গোটা উত্তরপ্রদেশ তোমাদের পাশে রয়েছে। পাশাপাশি যোগীজি আমাদের পরিবারের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করেছেন।”

তা হঠাৎ টার্গেটে দিশার বাড়ি কেন? এই গুলি বর্ষণৈর দায় স্বীকার করে গোল্ডি দাবি করেছেন, দিশার পরিবার কথা খুশবু পটানি আধ্যাত্মিক গুরু প্রেমনন্দ মহারাজ এবং অনিরুদ্ধ আচর্যকে অপমান করেছেন। আর তাঁদের অপমান করা মানে হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের অপমান। এই গুলি বর্ষণের মধ্যে দিয়েই সতর্ক করা হল দিশা তথা দিশার পরিবারকে।

কয়েকদিন আগেই ধর্মগুরুদের নারীবিদ্বেষী তকমা দেন খুশবু। আর তা থেকেই বিতর্কের সূত্রপাত। কয়েকদিন আগে এক অনুষ্ঠানে অনিরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একত্রবাসে থাকা মহিলাদের নিয়ে। এমনকী, কটু ভাষাতেও আধ্যাত্মিক গুরুকে বিঁধেছিলেন খুশবু। দেশদ্রোহী, নংপুসকও বলে কটাক্ষ করেন খুশবু। আর তা থেকেই বিতর্ক দানা বাঁধে। অভিনেত্রীর পরিবারের সুরক্ষার জন্য এক দল পুলিশ মোতায়েন করা আছে তাঁর বাড়ির বাইরে।