Hema Malini: আঁচল থেকে পিন খুলতে বলা হয় হেমা মালিনীকে, বিস্ফোরক অভিনেত্রী

Hema Malini: মুখ খুললেন হেমা মালিনী। একই সঙ্গে জানালেন তাঁদের সময়েও এক অনভিপ্রেত ঘটনার মুখে পড়তে হয় তাঁকে।

Hema Malini: আঁচল থেকে পিন খুলতে বলা হয় হেমা মালিনীকে, বিস্ফোরক অভিনেত্রী
হেমা মালিনী।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2023 | 1:01 PM

কাস্টিং কাউচ, হেনস্থা নিয়ে প্রায়শই মুখ খুলতে দেখা যায় এ যুগের নায়িকাদের। #মিটুর অভিযোগ উঠে আসে বারেবারেই। অনেকেই অভিযোগ করেন, এ নাকি আধুনিক যুগের সমস্যা! সত্যিই কি তাই? মুখ খুললেন হেমা মালিনী। একই সঙ্গে জানালেন তাঁদের সময়েও এক অনভিপ্রেত ঘটনার মুখে পড়তে হয় তাঁকে। যাতে পোশাক বিভ্রাটে না পড়তে হয়, সেই কারণে বরাবরই নিজের শাড়ির আঁচল সেফটিপিন দিয়ে আটকে রাখতেন হেমা।

হেমার কথায়, “একবার এক পরিচালক শাড়ি থেকে ওই পিন খুলে দিতে বলে আমায়। আমি বলি, আঁচল তো খুলে পরে যাবে। আমায় বলা হয়, ‘এটাই তো চাইছি।’ কিন্তু না, হেমা তা চাননি, তাই তা তিনি করেননি। আর পরিচালকের হ্যাঁ তে হ্যাঁ না মেলানোর ফলে পরিচালক যে বেশ কষ্ট পেয়েছিলেন, তাও জানিয়েছেন হেমা।

এই কথার পরেই হইচই। হেমার মতো একজন বর্ষীয়ান অভিনেত্রীকেও যে এসব সহ্য করতে হয়েছে তা অনুধাবন করতে পেরেই হতবাক তাঁর ভক্তরা। হেমা আরও জানান আইকনিক ছবি ‘সত্যম শিবম সুন্দরম’এর অফার প্রথম নাকি তাঁর কাছেই নিয়ে গিয়েছিলেন রাজ কাপুর। কিন্তু গল্পটা শোনার পর হেমা রাজি হননি। রাজি হননি নায়িকার মা-ও। ওই ছবিটিতে শেষমেশ করেন জিনাত আমন। ছবিটি যে বক্স অফিসে ব্যাপক হিট হয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। জিনাতের একটি সাহসী দৃশ্য নিয়ে আজও চলে চর্চা। কেরিয়ারে দীর্ঘ সময়ে এক নম্বরে ছিলেন হেমামালিনী। তবে অনেকদিন ধরেই শো-বিজ থেকে দূরে তিনি। ফের একবার সিনেমা করার ইচ্ছেও প্রকাশ করেন না তিনি। স্বামী, মেয়ে ও নাতি-নাতনিদের নিয়েই সুখের সংসার তাঁর।