Nayanthara: ‘জওয়ান’ মুক্তির আগেই চমক নয়নতারার, ভক্তদের সারপ্রাইজ় দিতে কী করলেন শাহরুখ-নায়িকা
Good News: নয়নতারা বরাবরই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। তাই সোশ্যাল মিডিয়ায় তাঁর সেভাবে উপস্থিতি লক্ষ্য করা যায় না। যদিও ফ্যানপেজ থেকে একাধিকবার তাঁর ছবি পোস্ট হয়ে থাকে।
বৃহস্পতিবার, শাহরুখ খান ভক্তদের জন্য এক খুশির দিন। দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ্যে এল ‘জওয়ান’ ছবির পরবর্তী ট্রেলার। শাহরুখ খান বর্তমানে দুবাইতে। আর আগেই ভারতের বুকে এখন ভক্তমনে উন্মাদনা তুঙ্গে। ঠিক এক সপ্তাহ পর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। চলতি বছরে এটি শাহরুখ খানের দ্বিতীয় ছবি। প্রথম ছবি ‘পাঠান’-এ শাহরুখ খান যে মাত্রায় হিট উপহার দিয়েছেন, তা কোথাও গিয়ে যেন দর্শকদের মনে আশা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়ে যায়। তারপর থেকেই সকলেই তাকিয়ে ছিলেন ‘জওয়ান’ ছবির দিকে। এমনই সময় প্রকাশ্যে আসা ছবির ট্রেলার নিয়ে চর্চা তুঙ্গে। ছবিতে শাহরুখের বিপরীতে মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে।
নয়নতারা বরাবরই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। তাই সোশ্যাল মিডিয়ায় তাঁর সেভাবে উপস্থিতি লক্ষ্য করা যায় না। যদিও ফ্যানপেজ থেকে একাধিকবার তাঁর ছবি পোস্ট হয়ে থাকে। তবে এবার আর হাত ঘুরে নয়, নিজের নিজের সকল আপডেট হাতে গরম ভক্তদের দিতে সোশ্যাল মিডিয়ায় হাজির হন নয়নতারা। বৃহস্পতিবার অর্থাৎ ৩১ অগাস্ট নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেন নয়নতারা। না, কেবল অ্যাকাউন্ট খোলা নয়, সঙ্গে পোস্ট করলেন একটি ছবিও। কোলে তাঁর দুই সন্তান। মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠল ভাইরাল। ভক্তরা তাঁকে সোশ্যাল মিডিয়ায় স্বাগত জানাল। ‘জওয়ান’ ছবির প্রচারের মুখে এসে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।
যদিও এই নয়নতারাকেই একটা সময় কটাক্ষের শিকার হতে হয়েছিল করণ জোহরের কাছে। নয়নতারাকে নাকি ভাল অভিনেত্রীর তালিকাতেই ফেলতে পারেন না তিনি। সামান্থার সঙ্গে একটি সাক্ষাৎকারে এমনই বলেন করণ জোহর। যদিও করণকে ভুল প্রমাণিত করে, তিনি এখন শাহরুখ ভক্তদের নয়নের মণি। আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে জওয়ান, সঙ্গে প্রকাশ্যে আসছে বলিউডে নয়া জুটি। এখন দেখার এই সমীকরণ দর্শক মনে কতটা জায়গা করে নিতে পারে।