Kaushiki Chakraborty: ক্ষোভের মুখে কৌশিকীর কথা মেনে নিলেন পন্থ, খুশি গায়িকাও

Ad Controversy: বিজ্ঞাপনের বয়স মাস তিনেক। ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগেই ওই বিজ্ঞাপন মুক্তি পেয়েছিল। বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছে এক শাস্ত্রীয় সঙ্গীতের বেশ ঋষভ।

Kaushiki Chakraborty: ক্ষোভের মুখে কৌশিকীর কথা মেনে নিলেন পন্থ, খুশি গায়িকাও
ক্ষোভের মুখে কৌশিকীর কথা মেনে নিলেন পন্থ
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2022 | 4:29 PM

ক্রিকেটার ঋষভ পন্থের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন কৌশিকী চক্রবর্তী। তাঁর অভিযোগ ছিল এক বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে অপমান করেছেন ঋষভ। হয়েছিল বিস্তর বিতর্ক। চাপের মুখে এবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সেই বিজ্ঞাপন মুছলেন ক্রিকেটার। ঋষভের এই সিদ্ধান্তে খুশি কৌশিকী। টুইট করে কৌশিকী লেখেন, “বিজ্ঞাপনটি মুছে দেওয়ার জন্য ঋষভকে ধন্যবাদ জানাতে চাই। আমার ওর প্রতি কোনও ব্যক্তিগত ক্ষোভ নেই। ওকে আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা।” একই সঙ্গে ঋষভ যাতে ওই বিজ্ঞাপন নির্মাতাদের সঙ্গে কৌশিকীর যোগাযোগ করিয়ে দেন সে আর্জিও জানিয়েছেন তিনি। কোন বিজ্ঞাপন নিয়ে এত হইচই?

বিজ্ঞাপনের বয়স মাস তিনেক। ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগেই ওই বিজ্ঞাপন মুক্তি পেয়েছিল। বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছে এক শাস্ত্রীয় সঙ্গীতের বেশ ঋষভ। সেখানেই নানা মুখাভঙ্গি করে গান গাওয়ার চেষ্টা করছেন তিনি। একটা সময় গান গাইতে না পেরে ঋষভ বলছেন, “ভাগ্যিস নিজের স্বপ্নকে অনুসরণ করেছিলাম, নয়তো আমার যে কী হত”। আর এতেই আপত্তি জানিয়েছিল সঙ্গীত মহলের একটা বড় অংশ। কৌশিকি চক্রবর্তী লিখেছিলেন, “জানি না কী লিখব। আমার খারাপ লাগাকে ভাষায় প্রকাশ করার মত শব্দ নেই আমার কাছে। নিজের ঐতিহ্যকে অসম্মান করলে তোমায় বোকা দেখায় ঋষভ। এই সঙ্গীতই পন্ডিত রবি শঙ্কর, উস্তাফ জাকির হুসেন, পন্ডিত ভীমসেন যোশী লালন করেছেন। যা করলে তা আশা করি তোমার ভাগ্য। কিন্তু যেভাবে করলে সত্যিই কি তার দরকার ছিল?” এখানেই থামেননি তিনি। আরও লেখেন, “আমি বহু বছর ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করে আসছি। আমি ক্রিকেট দেখি না। কিন্তু তোমার কাজকে আমি কখনও অসম্মান করিনি। যখন তুমি কিছু জানো না, তখন অন্তত সেই কাজের প্রতি শ্রদ্ধাশীল হও।” প্রতিবাদ জানান সেতারবাদক পূর্বায়ন চট্টোপাধ্যায়ও।

তিনি লেখেন, “ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আমাদের পরিচয়। আর ভারতীয় নাগরিক হিসেবে আমাদের তাকে সম্মান জানানো উচিৎ। কিন্তু তা হয়নি।” তিনি আরও জানান, ক্রিকেট জগতেও কিন্তু বহু মানুষ শাস্ত্রীয় সঙ্গীতকে ভালবাসেন। এঁদের মধ্যে রয়েছেন সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কারসহ অনেকেই। এরপরেই নিজের অ্যাকাউন্ট থেকে ওই বিজ্ঞাপন সরিয়ে নিয়েছেন ঋষভ। যদিও নেটমাধ্যমে সেই বিজ্ঞাপন এখনও রয়েছে।