AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এটা করতে হয়েছে ওঁকে’, ‘দ্য বেঙ্গল ফাইলস’ ট্রেলার মুক্তিতে বাধা, ক্ষোভ উগরে দিলেন দেবলীনা

মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ল হোটেলে। কতৃপক্ষ রীতিমতো মুখ লুকিয়ে এড়িয়ে গেলেন মিডিয়াকে। এরপরই শোরগোল সর্বত্র। কেন এই ছবির ট্রেলার মুক্তিতে বাধা? এদিকে ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় হাজির ট্রেলার। পরিস্থিতি নজর এড়ালো না কারও।

'এটা করতে হয়েছে ওঁকে', 'দ্য বেঙ্গল ফাইলস' ট্রেলার মুক্তিতে বাধা, ক্ষোভ উগরে দিলেন দেবলীনা
| Updated on: Aug 17, 2025 | 7:37 AM
Share

শনিবার, যথা সময়ে নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছে গিয়েছিল মিডিয়া। নেপথ্যে ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার মুক্তি। এবার কোন চমক নিয়ে আসতে চলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী? প্রশ্ন ছিল অনেকেরই মনে। ঘড়ি ধরে যথা সময় শুরু হল অনুষ্ঠান। তবে কিছুক্ষণের মধ্যে পাল্টে গেল চেনা ছবি। তার কেটে বন্ধ করে দেওয়া হল ট্রেলার মুক্তি। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ল হোটেলে। তাঁরা রীতিমতো মুখ লুকিয়ে এড়িয়ে গেলেন মিডিয়াকে। এরপরই শোরগোল সর্বত্র। কেন এই ছবির ট্রেলার মুক্তিতে বাধা? এদিকে ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় হাজির ট্রেলার। পরিস্থিতি নজর এড়ালো না কারও। এরপর TV9 বাংলার পক্ষ থেকে অভিনেত্রী দেবলীনা দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ক্ষোভ উগরে দিলেন।

অভিনেত্রী বললেন, “আমি ট্রেলারটা দেখেছি, অত্যন্ত ভালো। এই নিয়ে কোনও দ্বিমত নেই। তবে আজকের ঘটনাটা দেখে আমার খুব ঘেন্না করল। প্রত্যেক সংবাদ মাধ্যমের কাছে যখন খবর ছিল, আজ ট্রেলার দেখানো হবে, তার মানে তো অনুমতি ছিল। এই প্রশ্ন করা বৃথা। একবারও দেখলাম না হোটেল কর্তৃপক্ষ বলেন যে, তাঁদের বিষয়টা অজানা ছিল বা অনুমতি ছিল না, এমন কিছু বলছেন না। সত্যি বলতে কিছু বলছেন-ই না। প্রথমে দেখলাম, তাঁকে তাড়া করা হয়েছে, তিনি পালিয়ে বাঁচছেন, তিনি কোনও উত্তর দিতে পারছেন না। ট্রেলারটি দেখানো বন্ধ করে দেওয়া হল কেন? কারণ? কেউ জানে না। একটা ছবি বানানো হয়েছে, তার ট্রেলার দেখানো হচ্ছে, সেটা আগে থেকে ঠিক ছিল আজ দেখানো হবে। সেন্সর বোর্ড ছবিটাকে ছাড়পত্র দিয়েছে বলেই তো ছবিটা আজ রিলিজের জায়গায় এসেছে। সেখানে এটা বন্ধ করে দেওয়া হল কেন? আমার এই ঘেন্না হোটেলের উপর নয়, তাঁদের দেখে মনে হল, তাঁরা বাধ্য। আমার মায়া লাগছিল ওই ভদ্রলোককে দেখে। উনি কোথায় যাবেন? কী করবেন? কী বলবেন? কিছু ভেবে পাচ্ছেন না। কারণ এটা করতে হয়েছে ওঁকে (হাবভাব দেখে মনে হল)। সেকথাও উনি বলতে পারবেন না। কারণ বলা বারণ। ছিঃ, মগের মুলুক। আর্ট ফর্মের সঙ্গে এই ছেলেখেলা বাংলায় হচ্ছে? আমি বাকরুদ্ধ।”