অভিনেত্রী থেকে সাংসদ, জানেন ‘দিদি নম্বর ১’এ- প্রতি পর্ব পিছু কত পারিশ্রমিক নেন রচনা?

কলকাতার মেয়ে রচনা বন্দ্যোপাধ্যায়। নাম ছিল ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে সুখেন দাস তাঁর নাম পরিবর্তন করে রেখেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। 'দান প্রতিদান' ছবির মাধ্যমে ১৯৯৩ সালে ছবির জগতে ডেবিউ করেছিলেন তিনি। ২০২৪ সালে এসে রাখলেন রাজনীতির ময়দানে পা।

অভিনেত্রী থেকে সাংসদ, জানেন 'দিদি নম্বর ১'এ- প্রতি পর্ব পিছু কত পারিশ্রমিক নেন রচনা?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2024 | 1:25 PM

কলকাতার মেয়ে রচনা বন্দ্যোপাধ্যায়। নাম ছিল ঝুমঝুম বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে সুখেন দাস তাঁর নাম পরিবর্তন করে রেখেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ‘দান প্রতিদান’ ছবির মাধ্যমে ১৯৯৩ সালে ছবির জগতে ডেবিউ করেছিলেন তিনি। ২০২৪ সালে এসে রাখলেন রাজনীতির ময়দানে পা। রচনা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে রাজনীতির ময়দানে। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। অবশেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে হুগলি থেকে লড়ছেন তিনি। রচনা বন্দ্যোপাধ্যায়, একের পর এক সোশ্যাল পোস্ট তাঁর বর্তমানে ভাইরাল। সোশ্যাল মিডিয়াতে বারবরই সক্রিয় তিনি। বিদেশ থেকেও একাধিকবার নানা ফ্রেম শেয়ার করে নিয়ে থাকেন তিনি সকলের সঙ্গে।

রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ কম নয়। দিদি নম্বর ওয়ান সেট থেকে নিত্য ভক্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন রচনা। রচনা বন্দ্যোপাধ্যায় বরাবরই তিনি টলিপাড়ার ক্রাশ। বয়স যেন তাঁর কিছুতেই বাড়ে না। একের এর পর এক ভাল ছবি সকলকে উপহার দিয়েছেন তিনি। বলিউডে গিয়েও নিজের ছাপ রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে একটা সময়ের পর রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ২০১২ সাল থেকে দিদি নম্বর ওয়ান-এ সঞ্চালিকার কাজ শুরু করেছিলেন রচনা। তবে থেকেই দর্শকদের নজরের কেন্দ্রে তিনিই রিল লাইফের দিদি। তবে সিনেমা জগত থেকে দূরে থাকা রচনা বন্দ্যোপাধ্যায়ের পারিশ্রমিক কত? কীভাবে রোজগার করছেন তিনি দুহাতে, তা নিয়ে প্রশ্ন অনেকেরই মনে। সঞ্চালনা থেকে শুরু করে নিজের শাড়ির ব্যবসা। পাশাপাশি বিভিন্ন ইভেন্ট থেকে ডাক পেয়ে থাকবেন রচনা বন্দ্যোপাধ্যায়। শো করে থাকেন বিভিন্ন জায়গায়। সোশ্যাল মিডিয়ায় সার্চ করলে বা গুগুলে উত্তর খুঁজতে বেরলে চোখে পড়ে রচনা বন্দ্যোপাধ্যায় এপিসোড পিছু পারিশ্রমিক নিয়ে থাকেন ১ থেকে ২ লাখ টাকা। যদিও তার সত্যতা যাচাই করে দেখেনি TV9 বাংলা।