ফোলা-ফোলা গাল, টাইট পোশাক! রাশমির ‘মোটা’ চেহারা দেখে বিশ্রী ভাষায় তাঁকে আক্রমণ নিন্দুকদের
Rashami Desai: পান থেকে চুন খসলে অভিনেত্রীদের নোংরা আক্রমণ করা হয়। তাঁদের সবর্দায় তন্বী থাকতে হবে, এমনই অলিখিত শর্ত দিয়ে রেখেছে দেশের জনতা। সেই হিসেবে চলে সিনেমা-সিরিয়াল নির্মাতারাও। তাই একটু ওজন বাড়লেই বিশ্রী ভাষায় আক্রমণ করা হয় অভিনেত্রীদের। এবার শিকার হলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রাশমি দেসাই।

আঁটোসাঁটো পোশাক পরে বেরিয়েছিলেন হিন্দি সিরিয়ালের এই অভিনেত্রী। বিগত কয়েক বছরে ওজন বেড়েছে তাঁর। টাইট পোশাক পরতে আরও বেশি ‘মোটা’ দেখতে লাগছিল তাঁকে। তাঁর একটি ভিডিয়ো পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবং সেই ভিডিয়ো পোস্ট হওয়ামাত্রই মারাত্মক ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী। অত্যন্ত কুৎসিত ভাষায় তাঁকে আক্রমণ করেছেন নেটডজ়েনদের একটা বড় অংশ। সে সমস্ত মন্তব্য এই প্রতিবেদনে লেখারও অযোগ্য।
অভিনেত্রীর নাম রাশমি দেসাই। ‘উতরণ’, ‘পরী হুঁ ম্যায়’, ‘রাবণ’-এর মতো বেশ কিছু হিন্দি সিরিয়ালে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ‘বিগ বস ১৩’ সিজ়নে অংশগ্রহণ করেছিলেন রাশমি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ‘পবিত্র রিস্তা’তেও তাঁকে দেখা গিয়েছিল। সেই ধারাবাহিককে অভিনয় করতে- করতে অঙ্কিতার সঙ্গে দারুণ বন্ধুত্বও হয়ে গিয়েছিল রাশমির। সম্প্রতি বিগ বস ১৭-র সেমিফাইনালে উঠেছেন অঙ্কিতা। তাঁকে ভোট দেওয়ার জন্য দর্শককে অনুরোধ করেছিলেন অঙ্কিতা। ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাতে তাঁকে সকলের আগে সমর্থন জানিয়েছেন রাশমি।
তারপরই রাশমির এই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। রাশমিকে ‘মোটা হাতি’ থেকে শুরু করে ‘গোলগাপ্পা’র (পড়ুন ফুচকা) সঙ্গে তুলনা করা হয়েছে। কয়েক বছর আগে রাশমি জানিয়েছিলেন, তিনি সোরিয়াসিস রোগে আক্রান্ত হয়েছিলেন। এই রোগে আক্রান্ত হলে ত্বক খারাপ হয়ে যায়। শরীরের রোগ প্রতিরোধ শক্তিও কমে যায়। তবে রাশমীকে যেভাবে আক্রমণ করেছেন নেটিজ়েনদের একটা বড় অংশ, তাতে তাঁর অনুরাগীদের খারাপ লাগলেও, কোনও প্রতিক্রিয়া দেননি রাশমি নিজে।





