চুপিসারে বিয়ে সারলেন টলিউডের ‘হার্টথ্রব’, ইন্দ্রাশিস রায়
'জিগরি দোস্ত'-এর বিয়ে নিয়ে আপ্লুত অভিনেতা সৌরভ দাস। ফোনে ধরা হলে মজা করে উনি বলেন "ভাবতে পারছেন ইন্দ্রাশিস রায়ের বিয়ে হয়ে গেল! কত মেয়ের হৃদয় যে খান খান করে ভেঙ্গে দিল ছেলেটা!
সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। কত মেয়ের হৃদয় যে এফোঁড় ওফোঁড় হল!
বিয়ে করলেন দীর্ঘ দিনের বান্ধবী সৌরভী তালুকদারকে। প্রায় দশ বছরের বন্ধুত্ব এবার পরিণতি পেল বিয়েতে। কিন্তু একেবারে ঘরোয়াভাবে, চুপিসারে বিয়ে সারলেন দু’জন। অতিমারির কারণেই এমন আড়ম্বরহীন বিয়ে।
গতকাল গড়িয়া ‘উপহার’-এর কাছে একটি অভিজাত ক্লাবে বিয়ের রেজিস্ট্রি করেন ইন্দ্রাশিস-সৌরভী। মালা বদলও হয়। কিন্তু কোনও জাঁক জমক ছিল না। ইন্ডাস্ট্রির কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু শুধু উপস্থিত ছিলেন। এসেছিলেন ইন্দ্রাশিসের বন্ধু সৌরভ দাস-অনিন্দিতা বোস, গৌরব-ঋদ্ধিমা, গৌরব-দেবলীনা, কৌশিক সেন-ঋদ্ধি সেন এবং আরও কিছু মানুষ।
‘জিগরি দোস্ত’-এর বিয়ে নিয়ে আপ্লুত অভিনেতা সৌরভ দাস। ফোনে ধরা হলে মজা করে উনি বলেন “ভাবতে পারছেন ইন্দ্রাশিস রায়ের বিয়ে হয়ে গেল! কত মেয়ের হৃদয় যে খান খান করে ভেঙ্গে দিল ছেলেটা! তবে একদিকে ভাল হয়েছে, ও বিয়ে করে ফেলল, আমার সামনে এখন ফাঁকা মাঠ।” বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে সৌরভ আরও বলেন “আমি সত্যি খুব খুশি। ওরা অনেকদিনের বন্ধু। একেবারে মেড ফর ইচ আদার কাপল।”
ইন্দ্রাশিস এই মুহূর্তে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতে অভিনয় করছেন। ‘আগুন’, ‘ডাকের সাজ’, ‘ মন্দবাসার গল্প’-র মতো ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। ঘনিষ্ঠ সূত্রের খবর, অতিমারির প্রকোপ একটু কমলেই বড়সড় রিসেপশন পার্টির আয়োজন করবেন ইন্ডাস্ট্রির ‘হার্টথ্রব’ ইন্দ্রাশিস রায়।