শ্রীময়ীর জন্য কাঞ্চনের তীব্র প্রেমে অজান্তেই বড় ভূমিকা কবীর সুমনের!
Kanchan-Mallick: শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ের খবর আসার পর থেকেই কম কথা শুনতে হয়নি কাঞ্চনকে। বুড়ো বর, তিন বার বিয়ে-- নানা সমালোচনায় বারেবারে হতে হয়েছে দগ্ধ। বিধায়ক যদিও প্রথম থেকেই তাঁর জীবনে শ্রীময়ীর অবদানের কথা বারেবারে বলেছেন।
সদ্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের বিয়ে নিয়ে যখন মাতামাতি তখন হয়তো নিজের অজান্তেই তাঁদের নবজীবনে বড় ছাপ ফেলে গেলেন কবীর সুমন। বা বলা ভাল, বড় ছাপ রেখে গেল তাঁর সুর, তাঁর সৃষ্টি। কীভাবে? রইল টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে। ২ মার্চ কাঞ্চনের হয়েছেন শ্রীময়ী। কাঞ্চনও তাঁর ২৭ বছরের ছোট স্ত্রীর জন্য সঁপেছেন প্রাণ। তবে চিরকাল সামাজিক মাধ্যম বিমুখ কাঞ্চন এ যাবৎ নিজের প্রেম-বিবাহ নিয়ে চুপ থাকলেও বিয়ের বেশ কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর শ্রীময়ীকে নিয়ে করেছেন এক পোস্ট। তাঁদের বিয়ের ছবি, সিঁদুরদান থেকে সাতপাক– ছবিগুলোর মধ্যে দিয়ে উঠে এসেছে সবই। আর ওই ছবির ক্যাপশনেই কাঞ্চন বেছে নিয়েছেন কবীরকে।
বেছে নিয়েছেন তাঁর কালজয়ী সৃষ্টি ‘হাল ছেড়ো না’-য়ের দু’টি লাইন। লিখেছেন, “বন্ধু তোমার ভালবাসার স্বপ্নটাকে রেখো/ বেঁচে নেবার স্বপ্নটাকে জাপ্টে ধরে থেকো।” অস্ফুটেই বলে দিয়েছেন অনেক কিছুই। যেন বুঝিয়ে দিয়েছেন এই সম্পর্কে হাল ছাড়তে নারাজ তিনি।
শ্রীময়ীর সঙ্গে আইনি বিয়ের খবর আসার পর থেকেই কম কথা শুনতে হয়নি কাঞ্চনকে। বুড়ো বর, তিন বার বিয়ে– নানা সমালোচনায় বারেবারে হতে হয়েছে দগ্ধ। বিধায়ক যদিও প্রথম থেকেই তাঁর জীবনে শ্রীময়ীর অবদানের কথা বারেবারে বলেছেন। জানিয়েছেন মদ্যপ জীবন থেকে কীভাবে তাঁকে টেনে বের করে এনেছেন ২৬ বছরের মেয়েটি। না, বয়সের ফারাক কখনওই তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। ওই যে হাল ছাড়তে চান না তাঁরা। বাকি জীবনটা কাটাতে চান ‘তোমায়-আমায় মিলে’।
.