এবার পুজোয় বড় চমক কৌশানীর, কী করছেন অভিনেত্রী?
প্রকাশ্যে এসেছে সেই নাচের গানে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের লুক, যা দর্শকদের চমকে দেবে। নীল শাড়িতে পুরোপুরি অন্য স্টাইলে দেখা যাচ্ছে অভিনেত্রী কৌশানিকে। পুজো মানে গান, আড্ডা, খাওয়া, ঘোরাঘুরি, আর সেই সঙ্গে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় আসছে তার নতুন গান "সিঙ্গেল লাইফ" নিয়ে।

এবার পুজোর সবচেয়ে বড়ো নাচের গানে দেখা যাবে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে। প্রকাশ্যে এসেছে সেই নাচের গানে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের লুক, যা দর্শকদের চমকে দেবে। নীল শাড়িতে পুরোপুরি অন্য স্টাইলে দেখা যাচ্ছে অভিনেত্রী কৌশানিকে। পুজো মানে গান, আড্ডা, খাওয়া, ঘোরাঘুরি, আর সেই সঙ্গে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় আসছে তার নতুন গান “সিঙ্গেল লাইফ” নিয়ে।
গানটি গেয়েছেন গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য, সুর দিয়েছেন কুন্তল দে। পুরোপুরি অন্য স্বাদের গানে দর্শক উপহার পাবে এই গান। সাউথ ইন্ডাস্ট্রির মতো নাকি বড়ো চমক রয়েছে এই গানে। গানটির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন কারান আরিয়ান। ইতিমধ্যে গানের শ্যুটিং শেষ৷ প্রকাশ্যে এসেছে সেই গানের অফিসিয়াল পোস্টার ও অভিনেত্রী কৌশানি মুখার্জির লুক। গানটি মুক্তি পাবে “সান ভেঞ্চার” এর ব্যানারে প্রযোজক সানি খান ও অনুপ সাহা এর প্রযোজনায় তৈরি হয়েছে এই গান। গানটিতে সিনেমাটোগ্রাফি হিসাবে কাজ করছেন অনিমেষ ঘরুই। গানটির কার্যনির্বাহী প্রযোজনাতে রয়েছেন সাহেব হালদার।
অভিনেত্রী কৌশানি মুখার্জি মতে, “পুজোর সবচেয়ে বড়ো গান হবে এই “সিঙ্গেল লাইফ”। ডান্সের গানে এই বছরই এই গান দর্শকদের মন কেড়ে নেবে আমি আশা করছি। পুজো প্যান্ডেলে সবাই এনজয় করবে এই গান। অনেকটা প্রস্তুতি নিয়ে পুরো টিম এই কাজটা করেছি। গানটার মধ্যে অনেক চমক আছে। ড্যান্সের গান হিসাবে এই গানটা দর্শকদের কাছে আলাদা জায়গা করে নেবে”।
গত বছর পুজোতে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুরূপী ছবিতে পিরিতি কাঁঠালের আঠা গানটিতে পারফর্ম করে নজর কেড়েছিলেন কৌশানী। এবার কোনও ছবি নয়, নিজেই এলেন পুজোর গান নিয়ে।
