অনুরাগের দেখানো ছন্দে ধুনুচি হাতে নাচলেন মালাইকা!
পুজোর বেশ কয়েক মাস আগে ধুতি-পাঞ্জাবি পরে ধুনুচি হাতে নেচে উঠলেন পরিচালক অনুরাগ বসু। আর তাঁকে শাড়ি পরে সঙ্গ দিলেন মালাইকা আরোরা!
ঢাকের আওয়াজ শুনতে এ বছর এখনও দেরি আছে। দুর্গা পুজো আসতে আরও কয়েক মাস। তার উপর করোনা পরিস্থিতিতে কতটা পুজোয় আনন্দ করা যাবে, এখনও নিশ্চিত নয়। কিন্তু এই আবহেই, অর্থাৎ পুজোর বেশ কয়েক মাস আগে ধুতি-পাঞ্জাবি পরে ধুনুচি হাতে নেচে উঠলেন পরিচালক অনুরাগ বসু (Anurag Basu)। আর তাঁকে শাড়ি পরে সঙ্গ দিলেন মালাইকা আরোরা (Malaika Arora)!
‘সুপার ডান্স ফোর’ এই মুহূর্তে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো। সেখানেই বিচারকের দায়িত্ব সামলান অনুরাগ, মালাইকা। আগে শিল্পা শেট্টিকে দেখা যেত বিচারকের আসনে। কিন্তু গোটা পরিবার করোনা আক্রান্ত হওয়ায় শিল্পা শো থেকে বিরতি নিয়েছেন বলে খবর। সেই জায়গা পূরণ করেছেন মালাইকা। সেই শো-এর মঞ্চেই ধুনুচি হাতে নাচতে দেখা গেল অনুরাগ এবং মালাইকাকে।
View this post on Instagram
অনুরাগ কর্মসূত্রে দীর্ঘদিন মুম্বইয়ের বাসিন্দা। কিন্তু প্রতি বছর নিয়ম করে সরস্বতী পুজো করেন তিনি। এ ছাড়া মুম্বইতে দুর্গাপুজোতেও সপরিবার অংশগ্রহণ করেন। অষ্টমীর সন্ধে অথবা দশমীর ভাসানের আগে অনুরাগকে পুজোর সময় ধুনুচি নিয়ে নাচতে দেখা গিয়েছে বহুবার। এ বার সেই নাচই পারফর্ম করলেন মঞ্চে। ঢাকের তালে রীতিমতো মালাইকাকে শেখালেন তিনি। মালাইকাও দক্ষ নৃত্যশিল্পী। অনুরাগের দেখানো স্টেপ ফলো করতে নাকি কোনও সমস্যা হয়নি নায়িকার।
আরও পড়ুন, যশের ক্যামেরার লেন্সে ধরা দিলেন নুসরত! বিশেষ কোনও বার্তা?