Deepika Padukone Secret: বিয়ের ৩ বছর আগে বাগদান সারেন দীপিকা, কার সঙ্গে? কে সেই অভিনেতা?

Relationship Gossip: শুধু তাই নয়, জানিয়ে দিয়েছিলেন সম্পর্ক ওপর থেকে তাঁর বিশ্বাস হারিয়ে গিয়েছে। সেই দীপিকা পাড়ুকোনই সাত পাকে বাঁধা পড়েছিলেন ২০১৮ সালে। কিন্তু জানেন কি, ঠিক তিন বছর আগে দীপিকা পাড়ুকোন বাগদান পর্ব সেরে ফেলেছিলেন। কার সঙ্গে? কে সেই অভিনেতা? 

Deepika Padukone Secret: বিয়ের ৩ বছর আগে বাগদান সারেন দীপিকা, কার সঙ্গে? কে সেই অভিনেতা?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 3:35 PM

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের পর্দায় একযোগে রসায়ন যতটা ভক্তমনে ঝড় তোলে ঠিক ততটাই বাস্তবে তাঁরা একাধিক মানুষের কাছে অনুপ্রেরণা। তাঁদের থেকে বহু জুটি নয়া প্রেমের কাহিনি রচনা করে চলেছেন। সম্পর্ক ভেঙে যখন অবসাদ গ্রাস করেছে দীপিকাকে, ঠিক তখনই তাঁর হাত ধরতে এগিয়ে এসেছিলেন রণবীর সিং। দীপিকার কথায়, তিনি সম্পর্ক থেকে নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছিলেন। শুধু তাই নয়, জানিয়ে দিয়েছিলেন সম্পর্ক ওপর থেকে তাঁর বিশ্বাস হারিয়ে গিয়েছে। সেই দীপিকা পাড়ুকোনই সাত পাকে বাঁধা পড়েছিলেন ২০১৮ সালে। কিন্তু জানেন কি, ঠিক তিন বছর আগে দীপিকা পাড়ুকোন বাগদান পর্ব সেরে ফেলেছিলেন। কার সঙ্গে? কে সেই অভিনেতা?

তিনি অন্য কেউ নন খোদ রণবীর সিং। অর্থাৎ যখন দীপিকা পাড়ুকোনের সঙ্গে রণবীরের সম্পর্কের খবর প্রকাশ্যে এসেছিল, তার তিন বছর আগে থেকেই রণবীর ও দীপিকা পাড়ুকোন ডেটিং করছেন। বাড়ির সকলকে জানিয়ে রণবীর সিং দীপিকাকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন মলদ্বীপে। দীপিকা পাড়ুকোন রণবীরের প্ল্যান সম্পর্কে কিছুই জানতেন না। রণবীর তাঁর বাড়ির সকলকে জানিয়েছিলেন দীপিকাকে প্রোপোজ করতে চলেছেন। লুকিয়ে খুব সাবধানে আংটিটি রেখেছিলেন রণবীর সিং।

যদিও রণবীরকে তাঁর বাড়ির সকলে প্রশ্নে করেছিলেন, তিনি দীপিকার বাড়ির কাউকে কিছু জিজ্ঞেস করলেন না। যদিও উত্তরে রণবীর বলেন তিনি মনে করতেন না যে এখানে পরিবারকে জিজ্ঞেস করার প্রয়োজন রয়েছে, কারণ তিনি তখন এমনভাবে সম্পর্ককে ভাবতেনই না। তিনি মনে করতে দীপিকা রাজি, দীপিকাকে বিয়ে করতে হবে, দীপিকা পাড়ুকোন সিদ্ধান্ত নেবেন, তাঁকেই জিজ্ঞেস করা হবে।

এরপর তিনি মলদ্বীপে গিয়ে সমুদ্রের মাঝে একটা ছোট্ট জায়গায় সুন্দর করে যা সাজানো ছিল, সবটা পরিকল্পিত ছিল, সেখানেই হঠাৎ প্রপোজ করে বসেন। বিষয়টার জন্য বিন্দুমাত্র প্রস্তুত ছিলেন না, রণবীরের কথায়, পরিবেশটাই এমন ছিল যে তাঁর হ্যা না বলে কোনও উপায় ছিল না। আর এই সবটাই তিনি প্রকাশ্যে আনেন কফি উইথ করণ শোয়ে। যা শুনে রীতিমত অবাক হয়ে যান করণ জোহর।